সোমবার, ০৭ আগস্ট, ২০১৭, ০৯:০২:৫২

এবার গান গাইবেন জনপ্রিয় নায়িকা শাবনুর

 এবার গান গাইবেন জনপ্রিয় নায়িকা শাবনুর

বিনোদন ডেস্ক : ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনুরকে এবার দেখা যাবে গায়িকা হিসেবে। মুস্তাফিজুর রহমান মানিকের 'এতো প্রেম এতো মায়া' সিনেমায় গান গাইবেন শাবনুর।
এই গান দিয়েই নায়িকা থেকে গায়িকা হওয়ার পথ চলা শুরু হল শাবনুরের। জানা যায়, সিনেমাটি প্রয়োজনা করেছেন শাহ আলম। গান লিখেছেন সুদীপ কুমার দীপ।

উল্লেখ্য, এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন শাবনুর। এরপর একশ’র বেশি ছবিতে টানা অভিনয় করেন। শাবনুরের প্রথম ছবি 'চাঁদনী রাতে'র নায়ক ছিল সাব্বির। এই ছবিটি ব্যর্থ হয়। পরে চিত্র নায়ক সালমান শাহের সাথে জুটি বেধে যে সমস্ত চলচ্চিত্রে অভিনয় করেন, তার সবগুলোই ছিল ব্যবসায়িক মানদন্ডে সফল।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে