সোমবার, ০৭ আগস্ট, ২০১৭, ০১:১৫:১৩

কলকাতায় জয়ার মাস্তি

কলকাতায় জয়ার মাস্তি

বিনোদন ডেস্ক: বন্ধু দিবস কলকাতাতেই কাটিয়েছেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বেশ মোজ মাস্তিতেই দিনটি কেটেছে তার। বন্ধু দিবসের আগের রাতে সেখানকার কাছের কয়েকজন তারকা ও পরিবারের বন্ধুদের নিয়ে ঘরোয়া আয়োজনেই আড্ডায় মেতেছিলেন।

এর মধ্যে ছিলেন কাজের সুবাধে বন্ধুত্ব হওয়া কলকাতার অন্যতম পরিচিত অভিনেত্রী সায়নী ঘোষ। বয়সে ছোট হলেও জয়া ও তার মধ্যে দারুণ বন্ধুত্ব। ঘরোয়া আড্ডার সে ছবি নিজের ফেসবুকে পেজে শেয়ার করে সায়নী লিখেছেন ‘দোস্ত দিবস আউট’।

সায়নী ছাড়াও কলকাতায় বন্ধু তালিকা বেশ লম্বাই জয়ার। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছেন নির্মাতা সৃজিত মুখার্জি, অভিনেতা আবির চট্টোপাধ্যায়সহ অনেকেই।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ থেকে কলকাতার ছবিতেই বেশি কাজ করছেন জয়া আহসান। সম্প্রতি ‘আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’ আয়োজনে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে