সোমবার, ০৭ আগস্ট, ২০১৭, ০৭:৫১:০৪

এ কোন লুকে কণ্ঠশিল্পী আসিফ?

এ কোন লুকে কণ্ঠশিল্পী আসিফ?

বিনোদন ডেস্ক: ছবির মানুষটি আসিফ আকবর। অবশ্যাস্য হলেও সত্য। একটু ভালো করে তাকিয়ে দেখলেই বোঝা যাবে তিনি আপনাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী। কিন্তু 'ও প্রিয়া খ্যাত' এই গায়কের এমন লুক কেন? স্বাভাবিকভাবেই ভক্তদের মনে এই প্রশ্ন উঁকি দিয়ে যাচ্ছে।

আসিফ আকবর ছবিটি সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের প্রোফাইলে এই ছবিটি প্রকাশ করেছেন। ছবিটি শুটিংয়ের। আসিফ আজকের তারিখ দিয়ে জানিয়েছেন এটা একটি শুটিংয়ের ছবি। সাথে লিখে দিয়েছেন, 'শুটিং রেকর্ডিং, রেকর্ডিং শুটিং। নিচের লাইনে লিখে দিয়েছেন 'ভালোবাসা অবিরাম। '

গত বছর আসিফ 'চাই না শোনাতে কোনো হতাশার গান, চাই না ভুলে যেতে তোর অভিমান' এমন কথায় ভালোবাসা অবিরাম নামে একটি গানে কণ্ঠ  আসিফ আকবর। গানের লিখেছেন ও সুর করেছেন তরুণ মুন্সি।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে