বিনোদন ডেস্ক: ঘটনাটি ছিল ১৯৯৫ সালের... সালমানের মৃত্যুর বছর খানেক আগের কথা... ১৯৯৫ সালে ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতা সস্ত্রীক গিয়েছিলেন মুম্বাই বেড়াতে। শুটিং দেখতে ফিল্ম পাড়ায় গিয়েছেন সালমান। পাশেই শুটিং করছিলেন বলিউডের তখনকার হার্টথ্রব শাহরুখ খান।
দেখা হলো, কথাও হলো। দুই তারকা দম্পতির আড্ডা চলল অনেকক্ষণ। দেশে ফিরে আসার পরও এ দুই অভিনেতার মধ্যে যোগাযোগও ছিল। এমনও শোনা গেছে, একটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন শাহরুখ ও সালমান। তা আর হলো কই? ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছেড়েইচলে গেলেন সালমান। আর সালমান শাহকে নিয়ে শাহরুখ খানের সেই ইচ্ছা পূরণ হলো না। শাহরুখ ওই সময় শোক প্রকাশও করেছিলেন।
আরো কিছু দিন পরকলকাতায় আনন্দলোক পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের আরেক অভিনেতা ফেরদৌসের সঙ্গে ওই বিষয়ে কথাও বলেছিলেন শাহরুখ। মজা করে ফেরদৌসকে বলেছিলেন, 'আমার সঙ্গে সর্বশেষ দেখা হওয়ার পর দিব্যা ভারতী আর তোমাদের সালমান পৃথিবী ছেড়ে চলে গেল। তুমিও সাবধানে থেকো। বলা তো যায়না! মানুষ চলে যায়, রেখে যায় তার স্মৃতি"। তেমনই একটি স্মৃতিময় ছবি হিসেবে রয়ে গেছে এই ছবিটি।
দুই দেশের দুই সুপারস্টার... একজন এখনও জনপ্রিয়তার সাথে অভিনয় করে যাচ্ছে, আর অন্যজনকে আমরা হারিয়ে ফেলেছি চিরদিনের জন্য।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস