সোমবার, ০৭ আগস্ট, ২০১৭, ১১:১৬:৩২

৩৩ বছর বয়সেও বিয়ে করেননি কেন তনুশ্রী? তাঁর মতে বয়ফ্রেন্ড থাকলেও নাকি অনেক ঝামেলা

৩৩ বছর বয়সেও বিয়ে করেননি কেন তনুশ্রী? তাঁর মতে বয়ফ্রেন্ড থাকলেও নাকি অনেক ঝামেলা

বিনোদন ডেস্ক: ‘বন্ধু এসো তুমি’ ছবি দিয়েই অভিনয় জগতে আসেন আজকের এই জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।  যদিও ছবিটা ততটা সাড়া ফেলেনি।  কিন্তু ‘উড়ো চিঠি’ তে অভিনয় করার পরেই তিনি যেন চলে আসেন প্রায় প্রথম সারিতেই। ‘দুর্গা সহায়’ ছবিতে তাঁর অভিনয় দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিল, একেবারে অন্য ধরনের একটি চরিত্রে অভিনয় করে তিনি যেন চমকে দিয়েছিলেন তাঁর অনুরাগীদের৷ রবিবার, তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন তাঁর ঘনিষ্ঠ জনেরা, সোশ্যাল মিডিয়ায় উপচে পড়া সেইসব শুভেচ্ছা বার্তায় ধন্যবাদও জানালেন অভিনেত্রী৷

হায়দরাবাদের মডার্ন স্কুল থেকে পড়াশোনা শেষ করে প্রথমে মডেল হিসেবে নিজের জীবন শুরু করেন।  বহু বিজ্ঞাপনে কাজ করেছেন তনুশ্রী।  যদিও তিনি কলকাতায় বড় হননি।  হায়দরাবাদে বেড়ে ওঠার জন্য ওই শহরটাকে খুবই ভালবাসেন তনুশ্রী।  কাজের সূত্রে কলকাতায় এসে তিলোত্তমাই কখন যেন তাঁর কাছের শহর হয়ে উঠেছে।

রবিবার ছিল তাঁর জন্মদিন।  ৩৩ বছরে পা দিলেন তিনি।  অনাথ শিশুদের সঙ্গে নিয়ে কেক কেটে এ বছরের জন্মদিন পালন করলেন তিনি।  অভিনয়ের পাশাপাশি ওদের সঙ্গে মাঝে মধ্যেই সময় কাটান তনুশ্রী।  তবে তাঁর সম্পর্কে খুঁটিনাটি জানতে গিয়েই উঠে আসে সিক্রেট একটি বিষয়৷ ৩৩ বছরেও কোনও বয়ফ্রেন্ড নেই তাঁর।  তিনি নাকি এখনও সিঙ্গেল।  তাঁর মতে বয়ফ্রেন্ড থাকলে নাকি অনেক ঝামেলা!
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে