মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০১৭, ০৯:৩৩:১৮

আমার সামনেই সালমান শাহকে অপমান করেছিল সামিরা : মুনমুন

আমার সামনেই সালমান শাহকে অপমান করেছিল সামিরা : মুনমুন

বিনোদন ডেস্ক: ‘সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। তার হত্যার পেছনে তার স্ত্রী সামিরাও জড়িত।’

আমেরিকা প্রবাসী রুবি সুলতানা এক ভিডিও বার্তায় সোমবার এমনটাই দাবি করেন। এরপর নতুন করে সালমান শাহের রহস্যজনক মৃত্য নিয়ে চারদিকে আলোচনা শুরু হয়েছে।

চলচ্চিত্রের অনেক তারকাই এখন বিষয়টি নিয়ে সরব হচ্ছেন। সালমান হত্যা বিচারের দাবি জানাচ্ছেন তারা। এই তালিকায় যোগ হয়েছেন একসময়ের আলোচিত নায়িকা মুনমুন।

সোমবার রাতে মুনমুন তার নিজস্ব ফেসবুকে স্ট্যাটাসে বলেছেন, ‘সালমান ভাইয়ের সাথে আমার কিছু মজার স্মৃতি আছে। তিনি অনেক চঞ্চল ছিলেন। যেন ছোট্ট শিশুর মতো। তার কোনো অহংকার ছিল না। আমার মতো নতুন নায়িকাকেও আনন্দের সাথেই স্বাগতম জানিয়েছিলেন। তার স্ত্রী সামিরার সাথে হাশমত ভাইয়ের একটি ছবির মহরতে আমার পরিচয় হয়। আমার ভালো লাগেনি মহিলাকে (সামিরা)। আমার সামনেই সালমান শাহকে অপমান করেছিল সামিরা।’

স্ট্যাটাসে মুনমুন সালমান শাহের হত্যার বিচার দাবি জানিয়ে লেখেন, ‘আমি সালমান ভাই হত্যার বিচার চাই। শুধু আমি নই, বাংলাদেশের প্রতিটি নাগরিকই প্রিয় নায়কের এ নিষ্ঠুর হত্যার বিচার চায়।’
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে