মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০১৭, ১১:৪২:৪৩

অভিনয় আসার আগে কি করতেন শুভশ্রী? জানলে চমকে যাবেন

অভিনয় আসার আগে কি করতেন শুভশ্রী? জানলে চমকে যাবেন

বিনোদন ডেস্ক: প্রশংসা থেকে সমালোচনা সবকিছুর শীর্ষে এখন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ব্যাক টু ব্যাক কাজের অফার রয়েছে তার হাতে।‘বস ২’ র সাফল্যের পর ‘নবাব’ বেশ হিট করেছে বাংলাদেশে। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিজিত গুহ এবং সুদেষ্ণা রায় পরিচালিত ছবি ‘দেখ কেমন লাগে’। সুতরাং কাজের দিক থেকে কোনও রকম কমতি নেই শুভশ্রীর জীবনে।

কিন্তু অভিনয়ের জনপ্রিয়তা পাওয়ার আগে কি করতেন শুভশ্রী?

লখনউতে ইন্ডিয়ান ইন্সটিটিউট থেকে মাস্টার্স করার পরে ইনফরমেশন টেকনোলজির উপর আরও একটি মাস্টার্স করে কর্পোরেট হাউসে উচ্চপদে কাজ করতেন তিনি। প্রথমে তিনি টাটাতে অ্যাডমিনিসট্রেটিভ ডিপার্টমেন্টে কাজ করতেন। পড়ে ‘আভেন্ডাস গ্রুপ অফ কোম্পানি’ তে এসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করতেন।

কিন্তু হঠাৎ একদিন সিনেমা জগতে পা রাখার অফার আসে তাঁর কাছে। অভিনয়ের প্রতি টান ছিল তার বরাবরই। ফেরাতে পারেননি সেই অফার। আর তার পরের জীবন সম্পর্কে তো সকলেই জানেন।-কলকাতা২৪
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে