বুধবার, ০৯ আগস্ট, ২০১৭, ১২:২৪:৩২

সালমানের সাথে তার ভাগ্নের মজার খুনসুটি

সালমানের সাথে তার ভাগ্নের মজার খুনসুটি

বিনোদন ডেস্ক: সালমান খান মেঝেতে শুয়ে আছেন, আর তার সঙ্গী তার ভাগ্নে আহিল। একটু অবসর পেলেই খুনসুটিতে মেতে ওঠে ভাইজান। আসলে শিশুদের সাথে সবসময় সময় কাটাতে পছন্দ করেন সালমান।

তারচেয়েও মজার ব্যাপার এক সাক্ষাৎকারে সালমান স্বয়ং বলেই ফেলেছেন,‘স্ত্রী নয়, বরং সন্তানের আকাঙ্ক্ষাই তাঁর বেশি।’

তাই হঠাৎ এক ভিডিওতে দেখা যায়, আহিল হাসিহাসি মুখে সালমানের পেটে ওঠে আর নামে। সালমানের সাথে আহিলের দুষ্টুমির যেন শেষ নেই। সালমানের বোন অর্পিতা খান শর্মা রাখি বন্ধন অনুষ্ঠানে ছেলের সাথে ভাইয়ের একটা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন। সেখানে মামা-ভাগ্নের ভালই জমে।

আহিলের জন্মের পর থেকেই সালমানের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি অর্পিতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ২০১৬ সালের ৩০ মার্চ জন্ম হয় আহিলের। সালমানের বোন অর্পিতা এবং আয়ুশ শর্মার একমাত্র সন্তান আহিলের সঙ্গে সালমানের সম্পর্কটা দারুণ বন্ধুত্বপূর্ণ
৯ আগস্ট ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে