বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭, ১১:৫৩:৫৬

টিপ টিপ বরষা পানির সঙ্গে 'রোবট' নাচ, ইন্টারনেটে ভাইরাল ভিডিও

টিপ টিপ বরষা পানির সঙ্গে 'রোবট' নাচ, ইন্টারনেটে ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক :  মার্কিন মুলুকে তিনি সফল ডান্সার। মারাত্মক জনপ্রিয়ও বটে। কিন্তু এ দেশে তাঁর আবির্ভাব এই প্রথম। আর প্রথম দর্শনেই যাকে বলে বাজিমাত করলেন ডিটো। ডিটোর বিশেষত্ব তাঁর নাচের ভঙ্গিমায়, এবার টিপ টিপ বরষা পানির সঙ্গে 'রোবট' নাচ, ইন্টারনেটে ভাইরাল ভিডিও । রোবটিক মুভমেন্ট, বডি ব্রেক এবং গতিতে দুরন্ত ডিটো।

সম্প্রতি এসেছিলেন 'ডান্স প্লাস' সিজন ৩-তে। সেখানেই 'টিপ টিপ বরষা পানি'র মতো রোমান্টিক গানে কোমর দোলালেন তিনি। কিন্তু পুরোটাই ছিল রোবটিক। ডিটোর দক্ষতায় মুগ্ধ হলেন সকলেই। বিচারকের আসনে কোরিওগ্রাফার রেমো ডি'সুজাও ডিটোর দক্ষতায় অবাক।

দু'বছর আগেই একটি নাচে ইউটিউবে ভাইরাল হয়েছিলেন ডিটো। 'আই অ্যাম বার্বি গার্ল'-এর সেই গানের সঙ্গে ডিটোর নাচ সোশ্যাল দুনিয়ায় ঝড় তুলেছিল। এরপর থেকেই আরও বেড়ে গিয়েছিল ডিটোর জনপ্রিয়তা। এখন শুধু নিজের দেশেই নয়, দেশের বাইরেও সমান জনপ্রিয় ডিটো।

সম্প্রতি 'ডান্স প্লাস'-এর মঞ্চে আমন্ত্রিত হয়ে 'ডিটো স্পেশ্যাল স্লো ডান্স' দেখিয়েছেন তিনি। তাঁর সঙ্গে নাচে যোগ দিয়েছিলেন 'স্লো-মো' এক্সপার্ট রাঘব ও ধর্মেশও।-আনন্দ বাজার
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে