বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭, ১২:৫৮:৫৮

সাড়ে ৩২ কোটি রুপি ক্ষতিপূরণ দিলেন সালমান খান

সাড়ে ৩২ কোটি রুপি ক্ষতিপূরণ দিলেন সালমান খান

বিনোদন ডেস্ক : বক্স অফিসে ঠিক জ্বলে উঠতে পারেনি সালমান খানের ছবি ‘টিউবলাইট’। এ কারণেই মুক্তির পর থেকে ভরাডুবির দায় নিজের ঘাড়ে নিয়ে ছবির  ডিস্ট্রিবিউটরদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন সালমান। গত ৯ আগস্ট বুধবার মহারাষ্ট্র ডিস্ট্রিবিউটর শ্রিয়ান হিরাওয়াতের হাতে ‘টিউবলাইট’ ছবির ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ৩২ কোটি রুপি তুলে দেন।

তবে এর আগে সালমান ও তার বাবা সেলিম খান ডিস্ট্রিবিউটরদের সাথে এক বৈঠকে ক্ষতিপুরণ বাবদ  প্রায় ৫০ থেকে ৫৫ কোটি টাকা তুলে দেওয়ার ঘোষণা দেন। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং শেষে মুম্বাই এসে সালমান পূর্বে ঘোষণা দেওয়া ক্ষতিপুরণের অর্ধেক ডিস্ট্রিবিউটদের পরিশোধ করেন।

তবে এক সূত্র থেকে জানা গেছে, এই একই  ডিস্ট্রিবিউটর শ্রিয়ান শাহরুখ খানের ‘যব হ্যারি মেট সেজাল’ মুভিতে প্রায় ৫০ কোটি রুপি ক্ষতির মুখে পরেন। অনেকেই ভাবছেন, শাহরুখও হয়ত সালমান খানের মতো ক্ষতিপূরণ দিতে উৎসাহী হবেন। তবে এ বিষয়ে শাহরুখ এখনো মুখ খুলেনি।

তবে বলিউডে সিনেমার ভরাডুবির ক্ষতিপূরণের টাকা ফেরত দেওয়ার নজির এই প্রথম দেখালেন সালমান। দ্য এশিয়ান এজ।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে