বিনোদন ডেস্ক: অক্ষয় কুমার অভিনীত ছবি 'টয়লেট এক প্রেম কথা' মুক্তির আগে ছবির পোস্টার লাগানো হয় দেয়ালে দেয়ালে। এরপর এরই একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল ওই ছবিটিতে দেখা যাচ্ছে, টয়লেট এক প্রেম কথা ছবির পোস্টারের ওপর প্রস্রাব করছেন এক ব্যক্তি।
খোলা শৌচাগার পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকারক সেই বার্তাই রয়েছে অক্ষয়ের 'টয়লেট এক প্রেম কথা'তে। আর সেই ছবির পোস্টারেই কি না খোলা রাস্তায় প্রস্রাব করছেন এক ব্যক্তি! তাই প্রশ্ন উঠছে, যে উদ্দেশ্যে ছবিটি তৈরি করা হয়েছে, তা কি কোনো কাজে লাগবে। শুধু তাই নয়, এই নিয়ে ব্যঙ্গ ও বিতর্ক উভয়ই চলছে সোশাল মিডিয়া ঘিরে।
প্রসঙ্গত, বাড়িতে শৌচালয় কতটা প্রয়োজনীয় তা বোঝাতেই তৈরি এই ছবি। ছবিতে দেখা যাবে, বাড়িতে শৌচালয় না থাকার কারণে স্বামীকে ছেড়ে চলে যান নতুন বউ। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তাঁর বিপরীতে রয়েছেন ভূমি পেদনেকর।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস