শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ০৮:৫৬:৫৬

সালমান শাহ হত্যাকাণ্ডের বর্ণনা দিতে রুবি এসেছিল নিউ ইয়র্কের কনস্যুলেটে

সালমান শাহ হত্যাকাণ্ডের বর্ণনা দিতে রুবি এসেছিল নিউ ইয়র্কের কনস্যুলেটে

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় খোঁজ না মিললেও প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি রাবেয়া সুলতানা রুবিকে গত এক সপ্তাহ আগে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে দেখা গেছে। সালমান শাহ হত্যাকান্ডের ঘটনা নিয়ে তার ফেসবুকে ভিডিওবার্তা প্রকাশের আগে সালমান শাহ হত্যাকান্ডের বর্ণনা শোনাতে তিনি কনস্যুলেট অফিসে এসেছিলেন বলে জানা গেছে।

নিউ ইয়র্ক প্রবাসী মোহাম্মদ শফিক জানান, গত এক সপ্তাহ আগে তিনি তার পাসপোর্ট সংক্রান্ত এক কাজে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা সালমান শাহ খুনের ‘আসামি’ রাবেয়া সুলতানা রুবিকে দেখতে পেয়েছেন।

এর কয়েকদিন পর রুবি তার ভিডিওবার্তায় সালমান শাহ হত্যাকান্ডের রহস্য উৎঘাটনের জন্য সকলের সাহায্য চায়। শফিক জানান রুবি ওইদিন কনসুলেট অফিসে চিৎকার দিয়েই কথা বলছিলেন। কি প্রসঙ্গে কথা বলছিলেন তা তিনি সঠিকভাবে জানেন না। তবে শফিক রুবিকে ভেতরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন বলে জানান।

এ ব্যাপারে নিউ ইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান এনডিসি’র সঙ্গে কথা বললে তিনি বলেন, রুবি কয়েকদিন আগে আমাদের অফিসে এসেছিল সালমান শাহ হত্যাকান্ডের ঘটনা নিয়ে কথা বলার জন্য। ওই সময় আমি বাইরে থাকায় তার সঙ্গে কথা হয়নি।

অফিসের অন্য একজন কর্মকর্তার সঙ্গে রুবি’র কথা হয়েছে।
তবে আমরা সালমান শাহ হত্যাকান্ডের বিষয় নিয়ে তার কোন বক্তব্য শুনতে রাজি নই। এসব আদালতের ব্যাপার। তাই তার কোন বক্তব্যই শোনা হয়নি। যদি আদালত থেকে কোন নির্দেশনা দেওয়া হত তখন আমরা তার বক্তব্য শুনতাম।

উল্লেখ্য, রাবেয়া সুলতানা রুবি বর্তমানে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বসবাস করছেন। রুবি সোমবার ফেইসবুকে এক ভিডিওবার্তায় সালমান শাহর মৃত্যু নিয়ে কথা বলেছেন।

রাবেয়া সুলতানা রুবি’র ভিডিওবার্তা নিয়ে দেশ বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে পরে তিনি আরেকটি ভিডিওবার্তায় সবকিছুই অস্বীকার করে বলেন, আমি আগের ভিডিও যা বলেছি, ‘সব মিথ্যা বলেছি’। কারন আমি একজন মানষিক রোগি। আমার কাছে হাসপাতালের সব কাগজপত্র রয়েছে। আবার আমার ছেলে আমাকে হাসপাতালে পাঠাবে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে