বিনোদন ডেস্ক : ভাবি/বউদি শব্দটার মধ্যেই বেশ কেমন যেন একটা নিষিদ্ধ নিষিদ্ধ গন্ধ রয়েছে। বিশেষ করে যদি ফাঁকা বাড়িতে দুপুরবেলা তার খানিকটা সান্নিধ্য পাওয়া যায় তাহলে তো কথাই নেই! মৌলালি-ধর্মতলার মোড়ের হলুদ পাতার বই থেকে শুরু করে হাল আমলের ‘সবিতা ভাবি’-সর্বত্রই যেন অবাধ আনাগোনা।
ইউটিউব বা যে কোনও খোলা সাইটেও ‘ভাবি-দেবর’ ভিডিও সংখ্যা অন্যান্য যে কোনও ‘ক্যাটাগরি’কে দশ গোল দেবে, দেবেই! দেবরদের বেকারত্বের শুষ্ক জীবনে বউদি বা ভাবিরা যেন একটুকরো মরুদ্যান। তাদের এই কালজয়ী আবেদনে ভর করেই এবার পর্দায় আসছেন ‘ঝরনা বউদি’।
রহস্য না রেখে খোলসা করেই বলা যাক। মৌলিক গল্পের উপর ভিত্তি করে বাংলায় বেশ কয়েকটি ওয়েব সিরিজ নিয়ে আসছে ‘এসভিএফ এন্টারটেনমেন্ট’। সংস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হইচই টিভি’-তে মুক্তি পেতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’।
ওয়েব সিরিজের জন্য গল্পটি লিখেছেন সাহানা, পরিচালনায় দেবালয় ভট্টাচার্য। গল্পের মূল চরিত্র ঝরনা বউদির ভূমিকায় স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখতে পাওয়া যাবে ‘বোল্ড’ অবতারে। অনেকটা ‘তিন ইয়ারি কথা’ সিনেমায় জুন মালিয়ার মতো, পরনে শাড়ি অথচ আবেদনের বন্যা গোটা শরীর জুড়ে।
এরকম একটি চরিত্রের জন্য কেন স্বস্তিকাকেই বেছে নিলেন পরিচালক? মনে করা হচ্ছে, অনস্ক্রিন ও অফস্ক্রিন-উভয় ক্ষেত্রেই স্বস্তিকার ‘বোল্ড’ অবতার তাকে এই চরিত্র পেতে সাহায্য করেছে। তবে শুধু বাংলায় নয়, স্বস্তিকা এই মুহূর্তে জাতীয় স্তরেও বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করছেন। হটস্টারে মুক্তি পাওয়া শর্ট ফিল্ম ‘দ্য প্রেগনেন্ট লেডি’ সিজন টু-তে অভিনয় করছেন তিনি।
এমটিনিউজ/এসএস
বিজ্ঞানীরা বলছেন, ১২ই আগস্ট সবচেয়ে বেশি উল্কাপাত হবে। ফলে রাতের অন্ধকারকে ছাপিয়ে আলোর...