বিনোদন ডেস্ক: বলিউডে পা রেখে নিজের চলার পথটাকে ধীরে ধীরে অন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন বলিউড তারকা সানি লিওন। অল্পদিনেই বলিউডে শক্ত করেছেন পায়ের তলার মাটি। আর তাই তো সানি যা করেন তাই খবরের শিরোনাম হয়ে যায়।
সম্প্রতি রাখি বন্ধন উপলক্ষে নিজের দেহরক্ষী ইউসুফের হাতে রাখিয়ে পরিয়ে দেন সানি। টুইটারে সে ছবি প্রকাশ করে তার সকল ভাইবোনকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানান তিনি।
জানান, সে সময়ে লন্ডন থেকে ভারতে ফিরছিলেন সানি। আর আকাশ পথেই নিজের দেহরক্ষীকে রাখি বন্ধনের শুভেচ্ছা দেন তিনি।
সানির এমন আন্তরিকতায় মুগ্ধ ইউসুফ ও তার ভক্তরা। সানি যে ভারতীয় সংস্কৃতি ও রীতিকে বেশ ভালোভাবেই মান্যগন্য করেন তা বোঝা যাচ্ছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস