শনিবার, ১২ আগস্ট, ২০১৭, ০২:২০:৪৯

আর কিছুক্ষণের মধ্যে সালমান শাহ ইস্যুতে রাজপথে নামবে মানুষ

 আর কিছুক্ষণের মধ্যে সালমান শাহ ইস্যুতে রাজপথে নামবে মানুষ

শিবলী আহমেদ: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুকে খুন হিসেবে ধরে নিয়ে। খুনের প্রতিবাদ জানাতে আজ ১২ আগস্ট শনিবার, দুপুর তিনটার সময় সিলেটবাসী একটি বিক্ষোভ র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে। উক্ত সমাবেশে সাবেইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে আয়োজকরা। বিক্ষোভ র‍্যালি ও সমাবেশের বিষয়টি জানা গিয়েছে সাজিদ হাসান কামাল নামে একজন ফেসবুক ব্যবহারকারির পোস্ট থেকে।

তার স্ট্যাটাস থেকেই জানা যায় যে বিক্ষোভ র‍্যালি ও সমাবেশ হবে সিলেটের কোর্ট পয়েন্ট থেকে শহীদ মিনার পর্যন্ত।

সাজিদ হাসান কামালের স্ট্যাটাস অনুযায়ী- আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ এবং জোড়ালো প্রতিবাদী আন্দোলনেই এবার বিচার হবে সকল খুনিদের।-সূত্র-প্রিয়.কম
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে