বিনোদন ডেস্ক: শুক্রবার রিলিজ করেছে অক্ষয় কুমার অভিনীত টয়েলট এক প্রেম কথা। আর ফিল্ম রিলিজের প্রথম দিনই অক্ষয় কুমারকে শুভেচ্ছা জানালেন হলিউড অভিনেত্রী সালমা হায়েক। ডেসপ্যারেডোর এই অভিনেত্রী সমানভাবে জনপ্রিয় আমাদের ভারতেও।
সেই সালমা হায়েক শুক্রবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'অক্ষয় কুমারের জন্য শুভেচ্ছা। আজই রিলিজ হল টয়লেট এক প্রেম কথা। আশাকরি, আর কেউ খুলে আম শৌচ করবেন না। কোনও মহিলাও টয়েলেটে যেতে ভয় পাবেন না।'
সালমা হায়েকের থেকে এমন শুভেচ্ছা বার্তা পেয়ে স্বভাবতই আপ্লুত অক্ষয় কুমার। তিনিও সালমা হায়েককে লিখেছেন, 'আমাদের ছোট্ট প্রচেষ্টা।তাতেও আপনার শুভেচ্ছায় খুব ভাল লাগলো।' প্রসঙ্গত, টয়লেট এক প্রেম কথা পরিচালনা করেছেন শ্রী নারায়ণ সিং।-জিনিউজ
এমটিনিউজ২৪/এম.জে