বিনোদন ডেস্ক : তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী আবারও নাটকে জুটি হয়ে অভিনয় করলেন। ঈদুল আযহার একটি নাটকে তাদের জুটি হয়ে অভিনয় করতে দেখা যাবে। অভিনেত্রী-নাট্যকার বিপাশা হায়াতের লেখা ও আরিফ খানের পরিচালনায় ঈদের নাটক ‘এ কী খেলা’য় তারা অভিনয় করেছেন।
গত সপ্তাহে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটি প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, মানুষের লোভ, পাপ ও প্রায়শ্চিত্ত-এগুলো নিয়েই নাটকের গল্প আবর্তিত হয়েছে। এই প্রবৃত্তিগুলো যখন প্রকাশ হয়ে যায় তখন সুখটাও কলুষিত হয়। আবার মানুষের ছোট কিংবা বড় পাপ কখনোই চাপা থাকে না। কালের আবর্তে তা একসময় প্রকাশ পাবেই। এই বিষয়গুলো নাটকে তুলে ধরার চেষ্টা করেছি।
ওমর সানী বলেন, আমি জানতাম বিপাশা হায়াত ছোটপর্দার জন্য গল্প লেখেন। কিন্তু তিনি যে এত চমৎকার লেখেন এটা আমার জানা ছিল না। সমসাময়িক প্রেক্ষাপটে একটি চমৎকার নাটক লিখেছেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস