বিনোদন ডেস্ক : ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন সালমান শাহ’র জীবদ্দশায় থাকা তার অর্ধাঙ্গিনী সামিরা। রুবি সুলতানার স্বীকারোক্তিমূলক ভিডিও ভাইরাল হওয়ার পর এক প্রকার লা-পাত্তা রয়েছেন সামিরা। ওদিকে অপরাধ চক্র নামক একটি ম্যাগাজিনের একটি আর্টিকেল, যেখানে সামিরাকে অন্তরঙ্গ অবস্থায় দেখান হয়েছে সিনে জগতের ডনের সঙ্গে- সেটি মরার উপর খরার ঘায়ের মতো বর্তেছে সামিরার উপর। সালমান শাহ ইস্যু নিয়ে যখন এত ঝড় ঝাপটা, তখন- সালমান শাহ’র মা নীলা চৌধুরী, মামা কুমকুম, বন্ধু বান্ধবসহ সবাইকে ক্যামেরা তথা মিডিয়ার সম্মুখে পাওয়া গেলেও, পাওয়া যাচ্ছে না সামিরাকে।
তবে সামিরার স্বামী এসেছিলেন মিডিয়ার সামনে। এমনকি সামিরার বাবাও সম্প্রতি একটি ভিডিওবার্তায় সালমান শাহ সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন, যার বেশিরভাগ তথ্যই মেনে নিতে পারেনি সালমান ভক্তরা। তাই জনসাধারণের মনে এখন একটি প্রশ্নই জাগে- কোথায় সামিরা? এছাড়াও- সামিরাকে জড়িয়ে যেসব সংবাদ করা হচ্ছে- সেই বিষয়ে কী বক্তব্য রয়েছে সামিরা? এসব কি সত্য? যদি সত্য না হয়, তাহলে তিনি কেন কোনো আইনি সহায়তা বা প্রতিক্রিয়া দেখাচ্ছেন না? রুবি সুলতানা বিষয়েই বা কী মতামত সামিরার?
ফোন মারফত সামিরাকে না পাওয়া গেলেও, পাওয়া গেল সামিরার বাবা শফিকুল হক হীরাকে। কল পেয়েই তার ভেতর থেকে কেমন বিড়ম্বনার একটি ভাব ঠিকরে বের হলো, বললেন- ‘না, না, না, আমি সালমান ইস্যুতে আমি আর একটি কথাও বলতে চাই না’।
প্রশ্নকর্তার কাজ প্রশ্ন করা। তাই হাল ছেড়ে না দিয়ে প্রশ্ন করতে লাগলো সামিরা সম্পর্কে- সামিরার বাবা হীরাকে। কিন্তু বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গিয়ে হীরা বলেন- ‘দেখুন এ মুহূর্তে আমার শরীর ভালো নেই। আমার ব্লাড প্রেসার হাই’।
সুতরাং- হীরার কাছ থেকেও সামিরার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। উল্লেখ্য শফিকুল হক হীরা এক সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে তিনি ১৯৭৯ ও ১৯৮২ সালে আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করেছিলেন। তিনি একজন উইকেট কিপিং ছাড়াও ব্যাটিং ভালো করতেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস