বিনোদন ডেস্ক: মুক্তির প্রথম দিনেই ১৩ কোটি টাকা আয় করল সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটি। গতকালই দেশজুড়ে প্রায় ৩ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি।এদিন ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে, প্রথম দিনের ছবির বক্স অফিস কালেকশন হল ১৩.১০ কোটা টাকা।
চলচ্চিত্র বিশেষজ্ঞ ও ব্যবসায়িক বিশ্লষকদের মতে, অক্ষয়ের এই ব্যঙ্গ কৌতুক-নির্ভর ছবিটে ভাল সাড়া ফেলবে। তাঁদের আশা, সামনে লম্বা ছুটি। শনিবার থেকে শুরু হয়ে একেবারে মঙ্গলবার পর্যন্ত। এই চারদিনে টয়লেট ছবি দেখতে হলে ভিড় করবেন দর্শকরা। তাঁদের আশা, এই সময়ে আরও ৪০-৫০ কোটি টাকা আয় করবে ছবিটি।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস