শনিবার, ১২ আগস্ট, ২০১৭, ০৯:২১:৩৮

এবার মারুফ-শাকিবকে নিয়ে কাজী হায়াৎ

এবার মারুফ-শাকিবকে নিয়ে কাজী হায়াৎ

বিনোদন ডেস্ক : ‘রাজা গোলাম’ ও ‘আমার স্বপ্ন আমার দেশ’ শিরোনামের দুটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কাজী হায়াৎ। বৃহস্পতিবার দুপুরে এমনটাই জানালেন বর্ষীয়ান এ নির্মাতা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কাজী হায়াৎ বলেন, “দুটির মধ্যে ‘রাজা গোলাম’’-এর শুটিং আগে করব। ঈদুল আজহার পর শুরুর ইচ্ছে আছে।”

‘রাজা গোলাম’-এ কাজী মারুফের পাশাপাশি কাজী হায়াৎ নিজেও অভিনয় করছেন। তাকে দেখা যাবে গডফাদারের ভূমিকায়। এ প্রসঙ্গে তিনি বললেন, ‘আমি পরিচালনার পাশাপাশি অভিনয় করি। কিন্তু এতটুকু বলতে পারি এ ধরনের চরিত্রে আগে অভিনয় করিনি। দর্শক পর্দায় আমাদের পিতা-পুত্রের যুদ্ধ দেখবেন।’

কাজী হায়াৎ ফিল্মস থেকে নির্মিত হবে ‘রাজা গোলাম’। অন্যদিকে ‘আমার স্বপ্ন, আমার দেশ’ নির্মিত হবে শাপলা মিডিয়ার ব্যানারে। এতে অভিনয় করবেন শাকিব খান।

নির্মাতা আরো জানালেন, পরিচালক সমিতিতে নাম নিবন্ধন না হলেও ‘আমার স্বপ্ন আমার দেশ’-এর শুটিং শুরু করবেন এ বছরই। দুটো ছবিরই নায়িকা ঠিক হয়নি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে