রবিবার, ১৩ আগস্ট, ২০১৭, ১০:৩৮:৩৮

প্রথমবারের মতো ন্যান্সির সঙ্গে ইলিয়াস

 প্রথমবারের মতো ন্যান্সির সঙ্গে ইলিয়াস

বিনোদন ডেস্ক: এ সময়ের তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন। ‘না বলা কথা-১, ২, ৩, নিশি দিন, নীল নয়না, অবুঝ মন, আমার ভেতর, এক পলকে, শোন একটা কথা বলি’র বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। একক গানের পাশাপাশি গেল পাঁচ বছর অনেক শিল্পীর সঙ্গেই দ্বৈতভাবে গান গেয়েছেন তিনি।

এবার ক্যারিয়ারে প্রথমবারের মতো কণ্ঠশিল্পী ন্যান্সির সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ইলিয়াস। কোরবানির ঈদে প্রকাশের লক্ষ্যে তৈরি এ গানটির শিরোনাম ‘বুঝে নিও’। গানটি লিখেছেন জাহিদ আকবর, সুর করেছেন কাজী শুভ ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

ন্যান্সির সঙ্গে প্রথমবারের মতো গান গাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘ন্যান্সি আপু অসাধারণ

একজন শিল্পী। তার সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতাটা দারুণ। অনেক দিন ধরেই তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। কিন্তু যে কোনো কারণে তা হয়ে ওঠেনি। অবশেষে ক্যারিয়ারের ৫ বছরের মাথায় আমার এই ইচ্ছাটা পূরণ হল।। আশা করছি আমাদের দ্বৈত কণ্ঠের গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

উল্লেখ্য, ‘বুঝে নিও’ গানটি ইলিয়াসের ‘না বলা কথা- ৪’ অ্যালবামের একটি গান। ১০টি গান নিয়ে সাজানো অ্যালবামটি শ্রোতারা শুনতে পাবেন কোরবানির ঈদে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে