রবিবার, ১৩ আগস্ট, ২০১৭, ০৩:০১:২০

প্রথমবার একসঙ্গে মৌসুমী, ফেরদৌস ও পূর্ণিমা

প্রথমবার একসঙ্গে মৌসুমী, ফেরদৌস ও পূর্ণিমা

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে তারা চলচ্চিত্রে কাজ করছেন। কিন্তু কখনোই তিনজন এক সিনেমার এক গল্পে উপস্থিত হননি। সিনেমার বাইরেও তাদেরকে একসঙ্গে দেখা যায়নি। তবে সেই আক্ষেপ কাটিয়ে প্রথমবার একই ফ্রেমে ধরা দিলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

‘তারায় তারায় আনন্দ উৎসবের গল্প’ শিরোনামে একটি অনুষ্ঠানে দেখা যাবে তাদের। এটির শুটিং সম্প্রতি বাংলাভিশনে সম্পন্ন হয়েছে। সোনিয়া হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।

চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা সব প্রজন্মের কাছে অনেক জনপ্রিয়। সেই ভাবনা মাথায় রেখেই তাদের নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। তিন তারকার কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।

আসছে ঈদ-উল-আযহা’র বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন বিকেল ৫টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এই অনুষ্ঠানটি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে