রবিবার, ১৩ আগস্ট, ২০১৭, ০৩:১৬:০৩

বিপাশার লেখা নাটকে এবার নোবেল-মম

বিপাশার লেখা নাটকে এবার নোবেল-মম

বিনোদন ডেস্ক: প্রতিশোধ নামের একটি নাটকে প্রথমবার জুটি বেঁধেছিলেন নোবেল-মম। গেল মে মাসে এই নাটকটির শুটিং হয়েছিল। দুইমাস পরেই তারা আবারও জুটি বাঁধলেন। নোবেল-মম জুটি এবার অভিনয় করেছেন ‌‘ছায়া’ শিরোনামের একটি নাটকে।

যেটি রচনা করেছেন বিপাশা হায়াত এবং পরিচালনা করেছেন তানিয়া আহমেদ।

‘ছায়া’ নাটকের শুটিং শুরু হয়েছে ১১ আগস্ট শুক্রবার। চিত্রনাট্যকার বিপাশা হায়াত বলেন, ‘এই নাটকে আমি ক্যামেরার পেছনে কাজ করেছি, তানিয়া আহমেদ ক্যামেরা নিয়ে কাজ করছেন আর নোবেল অভিনয় করেছেন। খুবই ইন্টারেস্টিং বিষয়।’

‘ছায়া’ নাটকের নোবেল বলেন, ‘মানুষের জীবন শেষ হওয়ার পরও তার ছায়া থেকে যায়। কাছের মানুষ যদি সত্যিই কাছের হয়, তাহলে এর যথেষ্ট প্রভাব পড়ে। এটি এই নাটকের মূল উপজীব্য।’

মম বলেন, ‘আমি মৌ আপু ও নোবেল ভাইয়া দুজনেরই অনেক ভক্ত। আমাদের দেশের লিজেন্ড মডেল তারা দুজন। এর আগে দুবার কাজ করেছি আমরা। আবারও ছায়া নাটকে অভিনয় করলাম। দারুণ একটি কাজ পেতে যাচ্ছেন দর্শকরা।’

নির্মাতা তানিয়া আহমেদ বলেন, ‘নব্বই দশক থেকেই নোবেল আমার ভালো বন্ধু। আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করেছি। এবার আমার নির্দেশনায় অভিনয় করলো নোবেল। খুব চমৎকার একটি নাটক পেতে দর্শকরা।’

নোবেল-মম ছাড়াও ছায়া নাটকে অভিনয় করেছেন এফ এস নাঈম, সাবিরে আলম প্রমুখ। জানা গেছে, এই নাটকটি আগামী ঈদে চ্যানেল আই-তে প্রচার হবে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে