রবিবার, ১৩ আগস্ট, ২০১৭, ০৩:৩৯:৪০

‘বাহুবলীর’ জাদু এবার দুর্গাপুজোয়!

‘বাহুবলীর’ জাদু এবার দুর্গাপুজোয়!

বিনোদন ডেস্ক: বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে ঝড় তুলেছিল ‘বাহুবলী টু’। ‘বাহুবলী দ্য বিগিনিং’ এর মতো ‘বাহুবলী দ্য কনক্লুশন’-এও মাহিষ্মতীর প্রাসাদের রাজকীয় জাঁকজমক দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।

‘বাহুবলীর’ জাদু এবার দুর্গাপুজোয়!  সেই মাহিষ্মতীর প্রাসাদই হতে চলেছে কলকাতার দুর্গাপুজোর অন্যতম সেরা আকর্ষণ। সৌজন্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতি বছরই ভারতের কোনও বিখ্যাত মন্দির বা স্থাপত্যের আদলে মণ্ডপ গড়ে তাক লাগিয়ে দেয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।

তথাকথিত থিমের লড়াইতে তারা কোনওদিনই থাকে না। গত বছরেও পুরীর মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে দর্শকদের ভিড় টেনেছিল শ্রীভূমি। এবারে ‘বাহুবলী’-তে দেখানো মাহিষ্মতীর রাজপ্রাসাদ গড়েই চমকে দিতে চান এই পুজোর উদ্যোক্তারা।

শ্রীভূমির দুর্গাপুজোর সভাপতি তৃণমূল বিধায়ক সুজিত বসু নিজেই জানিয়েছেন তাঁদের পরিকল্পনার কথা। পুরোটা এখনই ভেঙে বলতে না চাইলেও এবছর যে মাহিষ্মতীর রাজপ্রাসাদই তাঁরা দর্শকদের সামনে তুলে ধরবেন, তা নিশ্চিত করেছেন সুজিতবাবু।

তাঁর কথায়, ‘‘আমাদের পুজোর পুরোটাই দর্শকদের কাছে আকর্ষণ। এবছর আমরা মাহিষ্মতীর রাজপ্রাসাদ দর্শদের সামনে তুলে ধরব। ‘বাহুবলী টু’ ছবিতে যে রাজপ্রাসাদ দেখানো হয়েছে, সেটাই দেখতে পাবেন দর্শকরা।’’

দুর্গাপুজোয় মাহিষ্মতীর রাজপ্রাসাদ গড়ে তুলতে কাজও এগোচ্ছে জোরকদমে। মাহিষ্মতীর রাজপ্রাসাদের আদলে গড়া মণ্ডপের সঙ্গে যাতে ‘বাহুবলী’-তে দেখা মাহিষ্মতীর প্রাসাদের কোনও ফারাক দর্শকরা খুঁজে না পান, তা নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছেন কর্তারা।

মণ্ডপের সঙ্গে সঙ্গে শ্রীভূমির পুজোর অন্যতম আকর্ষণ তাঁদের আলোকসজ্জা। এবছরও তা থাকছে। প্রতি বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করেন। এবারেও তাঁকে দিয়েই মাহিষ্মতীর রাজপ্রাসাদের উদ্বোধন করাতে চান সুজিতবাবু।

বক্সঅফিসে বলিউডের সব ছবি পিছনে ফেলে একের পর এক রেকর্ড ভেঙে এগিয়েছিল ‘বাহুবলী টু’। ‘বাহুবলী’-র মাহিষ্মতী বানিয়ে শ্রীভূমির পুজোও ভিড়ের রেকর্ড ভাঙে কি না, সেটাই এখন দেখার।-এবেলা
 
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে