রবিবার, ১৩ আগস্ট, ২০১৭, ০৪:০৩:৩৪

নায়িকা গাড়ির ধাক্কায় আহত! উপস্থিত মানুষ সাহায্যে না করে, করলো অন্য কাজ

নায়িকা গাড়ির ধাক্কায় আহত! উপস্থিত মানুষ সাহায্যে না করে, করলো অন্য কাজ

বিনোদন ডেস্ক: খ্যাতির বিড়ম্বনা বোধ হয় একেই বলে। নিজের পডকাস্ট সিরিজের জন্য চন্ডীগড় গিয়েছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। প্রোমশনের পরে বিমানবন্দরের যাওয়ার সময়ে পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে নেহাকে।

কিন্তু দুর্ঘটনা দেখে ঘটনাস্থলে উপস্থিত মানুষ সাহায্যের হাত না বাড়িয়ে অন্য কাজ, অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার জন্য তাঁকে ঘিরে ধরে। সূত্রের খবর, খুব একটা গুরুতর নয় নেহার চোট। কাঁধে একটু চোট পেয়েছেন তিনি।

তবে পিছন থেকে গাড়িটি ধাক্কা মারায়, নেহার গাড়ির পিছনের জানলাটি ভেঙে যায়। কিন্তু এই দুর্ঘটনার পরেও একটি লোকও সাহায্য করতে এগিয়ে আসেনি নেহাকে। তাদের একটাই উদ্দেশ্য ছিল— নেহার সঙ্গে সেলফি তোলা।

এই দেখে অভিনেত্রীও বেশ অসন্তুষ্ট হয়েছেন বলে জানা গিয়েছে। মানবিকতার থেকেও খ্যাতি এগিয়ে যাচ্ছে, নেহা এমনই মনে করছেন বলে এক সূত্র থেকে জানা গিয়েছে।

প্রসঙ্গত, নেহার এই পডকাস্টটির নাম হল ‘নোফিল্টার নেহা’। এই অনুষ্ঠানের তৃতীয় এপিসোডটি ইতিমধ্যেই রিলিজ করে গিয়েছে। এই এপিসোডে পরিচালক ইমতিয়াজ আলি ‘জব হ্যারি মেট সেজল’ ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন। -এবেলা
 
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে