রবিবার, ১৩ আগস্ট, ২০১৭, ০৫:৩৮:৪৯

কার জন্য এমন করে নাচলেন সানি লিওন?

কার জন্য এমন করে নাচলেন সানি লিওন?

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সানি লিওন আইটেম গার্ল হিসেবে নাম কামিয়েছেন। অভিনয়েও কম যান না সাবেক এই পর্নস্টার। তবে গানের তালে কোমর দোলাতেই তিনি যেন বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আবারও সেই প্রমাণই দিলেন।

‘নায়ক নেহি ম্যায় খলনায়ক হু’ গানের তালে নেচেছেন সানি লিওন। নাগিন স্টাইলের সেই নাচ আবার ভিডিও করে নিজের ইনস্ট্রাগ্রামে শেয়ারও করেছেন এই হট গার্ল। ক্যাপশনে লিখেছেন- ‘শুভেচ্ছা সঞ্জয় দত্ত স্যার’।

হ্যাঁ, ‘নায়ক নেহি খলনায়ক হু’ গানটি সঞ্জয় দত্ত অভিনীত ছবির গান। মূলত এই ভিডিওর মাধ্যমে সানি সঞ্জয় দত্তর আগামী সিনেমা ‘ভূমি’র জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এই সিনেমায় অবশ্য সানি লিওনেরও একটি আইটেম ড্যান্স রয়েছে।

প্রসঙ্গত, জেল থেকে বেরোনোর পর এটাই সঞ্জয় দত্তর প্রথম সিনেমা। ওমং কুমারের পরিচালনায় ছবিতে এক বাবার ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। আর অদিতি রাও হায়দরি অভিনয় করেছেন সঞ্জয়ের মেয়ের চরিত্রে। বাবা-মেয়ের গল্প নিয়েই এই ছবি। আগামী ২২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে।-এপিবি
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে