রবিবার, ১৩ আগস্ট, ২০১৭, ০৭:২০:০৭

শ্রীদেবীর বয়স ৫৪- এখনও কিউট

শ্রীদেবীর বয়স ৫৪- এখনও কিউট

বিনোদন ডেস্ক: শ্রীদেবীর জন্মদিন আজ ১৩ আগস্ট। এবার ৫৪তম জন্মদিনের কেক কাটবেন তিনি। হঠাৎ করেই আবারও অভিষেক হল শ্রীদেবীর। বনি কাপুর প্রযোজিত ‘মম’ ছবিতে এক প্রতিশোধপরায়ণ মায়ের চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন শ্রীদেবী।

তবে অনেক বছর এই রূপালি পর্দার আড়ালেই ছিলেন তিনি। এর আগে ২০১২ সালে ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর ‘ইংলিশ ভিংলিশ’ ছবির মাধ্যমে তার প্রত্যাবর্তন ঘটেছিল।

শ্রীদেবীর কামব্যাক সিনেমা ‘ইংলিশ ভিংলিশ’ দর্শকদের ভিন্নতার স্বাদ দিয়েছিল। আর এ ছবিতে প্রধান চরিত্রে তার দুর্দান্ত অভিনয় প্রমাণ করেছিল বয়স বাড়লেও তার উজ্জ্বলতা হারিয়ে যায়নি, বরং বয়সের সঙ্গে সঙ্গে সুঅভিনেত্রী হিসেবে আরও উচ্চতর অবস্থানে নিয়ে গেছেন নিজেকে।

১৯৭৫ সালে ‘জুলি’ নামের একটি সিনেমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। ৪০ বছরেরও বেশি সময়ের ফিল্মি-জীবনে অনেক ভাষার ছবিতেই অভিনয় করেছেন তিনি। এর মধ্যে আছে তামিল, হিন্দি, তেলেগু, মালায়লাম ও কান্নাড়া।

শ্রীদেবী ২০১৩ সালে পদ্মশ্রী পান। ‘সাদমা’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘লামহে’, ‘চাঁদনি’, ‘চালবাজ’, ‘খুদা গাওয়াহসহ’ তাঁর অভিনীত অনেক ছবি আলোচিত হয়েছে। ঝুলিতে উঠেছে অসংখ্য পুরস্কার।

এর আগে ভিকে মূর্তি, রেখা ও যশ জোহরের মতো ব্যক্তিত্বরা আইফা পুরস্কার আসরে অসাধারণ অর্জনের জন্য এই সম্মাননা পেয়েছিলেন।-হিন্দুস্তান টাইম
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে