রবিবার, ১৩ আগস্ট, ২০১৭, ০৮:০১:১২

এবার এমন একটি ভিন্নধর্মী চরিত্রে করবেন মোশাররফ করিম-যেটা আপনি কখনই দেখেননি

এবার এমন একটি ভিন্নধর্মী চরিত্রে করবেন মোশাররফ করিম-যেটা আপনি কখনই দেখেননি

বিনোদন ডেস্ক: সব ধরনের চরিত্রে পারদর্শী জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এলাকার বড় ভাই, ঝালখোর, পানখোর, সিকান্দার বক্সসহ অসংখ্য চরিত্রে অভিনয় করে দেশ-বিদেশে আলোচিত হয়েছেন বিভিন্ন সময়।

তবে এবার তিনি একটি নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। নাটকের নাম ‘ডাকাত’। এখানে তিনি ভয়ংকর ডাকাত দলের সর্দারের ভূমিকায় অভিনয় করবেন। নাটকটির রচনা করেছেন শফিকুর রহমান। আর পরিচালনা করেছেন এল আর সোহেল।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, রাজধানীর সদরঘাটের ডাকাত দলের সর্দার মোশাররফ করিম। ঈদে যেসব যাত্রী বাড়ি যাওয়ার উদ্দেশে ঘাটে আসেন। তাদের মালপত্র ও টাকা-পয়সা লুটে নেয়াই তার কাজ। যারা সবকিছু দিতে অস্বীকার করবে তাদের চড়-থাপ্পড়, কিল-ঘুষি আর বন্দুকের খোঁচা দিয়ে সব ছিনিয়ে নেয় এই ডাকাত দল। মোশাররফ করিমকে এমনই এক ভূমিকায় দেখা যাবে।

পরিচালক আরো জানান, এরই মধ্যে সদরঘাটের বেশ কিছু অংশের শুটিং শেষ করা হয়েছে। এছাড়া নাটকটির কিছু অংশ লঞ্চের ভিতরেও ধারণ করা হবে। তাই তাদের পুরো টিম এখন চাঁদপুরে অবস্থান করছেন। নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন তাসনুভা এলভিন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে