রবিবার, ১৩ আগস্ট, ২০১৭, ০৯:১৩:৪২

'সালমান সামিরাকে মারধর করতো, বিয়েতে সামিরার বাবা মা রাজি ছিলেন না'

'সালমান সামিরাকে মারধর করতো, বিয়েতে সামিরার বাবা মা রাজি ছিলেন না'

বিনোদন ডেস্ক: সালমান শাহ মৃত্যু রহস্য ইস্যুতে একের পর এক নতুন নতুন তথ্য দিয়ে চাঞ্চল্য তৈরি করছেন সালমান শাহ ‌'হত্যা মামলা'র আসামী রুবি সুলতানা। আমেরিকা প্রবাসী এই রুবি সুলতানাই এখন গরম করে রেখেছেন বাংলাদেশের মিডিয়া পাড়া। একের পর এক ভিডিও বার্তা প্রকাশ করে আলোচনায় থাকেছন তিনি।

আজ আমেরিকার অনলাইট টিভি টাইম টেলিভিশনে লাইভে এসে আরো কিছু নতুন তথ্য তুলে ধরেন রুবি। এক ঘণ্টা ১৭ মিনিটের এই ভিডিওর ৩৪ মিনিটের মাথায় রুবি বলেন, ‌'সামিরা আমাকে বলেছিল যে শাবনূরের সঙ্গে ইমনের এফেয়ার ছিল। শাবনূর প্রেগনেন্ট হয়েছিল। সিঙ্গাপুরে নিয়ে ইমন তার অ্যাবোর্শন করিয়েছে। এগুলো সব সামিরার কাছ থেকে শোনা। আমি কিছুই জানি না এ বিষয়ে।'

তিনি আরো জানান যে, সালমান শাহ সামিরাকে মারধর করতো। এ বিষয়ে কয়েকবার দুই পরিবারের সদস্যরা বিচারও করেন সালমান শাহর।  

রুবি আরো জানান যে, সালমান শাহ ও সামিরার বিয়েতে সামিরার বাবা মা রাজি ছিলেন না। সালমান শাহ ও সামিরার মধ্যে দাম্পত্য কোলাহল লেগেই থাকত। একে অপরকে সন্দেহ করতো বলেও অভিযোগ আছে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে