সোমবার, ১৪ আগস্ট, ২০১৭, ০৮:৩৩:১২

‘সালমান শাহ হত্যার বিচার না হলে বান্ধবী আমাকে বিয়ে করবে না’

‘সালমান শাহ হত্যার বিচার না হলে বান্ধবী আমাকে বিয়ে করবে না’

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে খুন করা হয়েছিল ২০ বছরেও পুরোপুরি মীমাংসা হয়নি এ প্রশ্নের। তবে এ বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে আমেরিকা প্রবাসী রুবি নামে এক নারীর ভিডিও বার্তাকে কেন্দ্র করে।

এরই মাঝে চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার না হলে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন এক নারী। তবে এবার ওই তরুণীকে পিছনে ফেলেছেন এক তরুণ। সালমান হত্যার বিচার দাবির কারণ হলো- বিচার না হলে তার বান্ধবী তাকে বিয়ে করবে না বলে জানিয়েছে। এই বাজিতে জেতার জন্য তিনি বিচার দাবি করছেন।

সম্প্রতি আমেরিকাপ্রবাসী রুবি নামে এক নারী ভিডিও বার্তায় সালমান শাহ হত্যা নিয়ে কথা বলে। এই ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরই আবারও জোরালো হয় সালমান হত্যার বিচার দাবি।

ইউটিউবে এক ভিডিও বার্তায় এক তরুণ কোনো ধরনের রাকঢাক না রেখেই বলেন, ‘আমার গার্লফ্রেন্ডের সাথে আমার বাজি হইছে। যদি সালমান শাহ হত্যার বিচার না তাহলে সে আমায় বিয়ে কখনো করবে না। আর যদি বিচার হয় তাহলে সে আমায় বিয়ে করবে। ’

একমিনিটের ভিডিওতে এই তরুণ আরও বলেন, ‘সবার কাছে আমার একটা দাবি, সালমান শাহ হত্যার বিচার চাই। কেননা বিচার না পেলে আমার লাইফটা গড়বো না । আমি মরে যাবো। আত্মহত্যা করবো। ’

সালমান শাহ হত্যার বিচারের দাবি জানিয়ে এই তরুণ বলেন, ‘বিচার না হলে বোঝেন আমার লাইফটার উপায়টা কি হবে। আমি মরে যাবো, আমার আত্মহত্যা করা। সবার কাছে এমনকি প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ প্লিজ আপনারা সালমান শাহ হত্যার বিচার করুন। ’

আর সালমান ভক্ত তরুণী চার মিনিটের ওই ভিডিওতে বলেন, ‘সালমান শাহ হত্যার বিচার না হলে আমি আত্মহত্যা করব’।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেন সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে