সোমবার, ১৪ আগস্ট, ২০১৭, ০৫:০৩:৪৪

হিরো আলমের 'মার ছক্কা'য় অভিনয় নিয়ে যা বললেন ওমর সানি

হিরো আলমের 'মার ছক্কা'য় অভিনয় নিয়ে যা বললেন ওমর সানি

বিনোদন ডেস্ক:হিরো আলমের 'মার ছক্কা' ছবিতে অভিনয়শিল্পীদের তালিকায় ওমর সানির নাম দেখে অনেকেই চমকে গেছেন। ছবিটিতে কেন তিনি অভিনয় করেছেন তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
ফেসবুকে ওমর সানি লিখেছেন,

'আমি প্রথমেই বলি নেই যে, আমি কোন শিল্পীকেই ছোট করে দেখি না বা কোনদিন ছোট করে দেখবো না কারণ আমি একজন শিল্পী। মঈন বিশ্বাস পরিচালিত 'মার ছক্কা' ছবিটি মুক্তি পাওয়ার পর আমার প্রিয় ভক্তরা আমাকে অনেক প্রশ্ন করছেন কেন আমি এই ছবিতে অভিনয় করলাম। আপনারা প্রশ্ন করতেই পারেন কারণ আপনাদের ভালোবাসার মানুষ আমি।

ছবিটিতে আমি যখন অভিনয় করি আমার কো-আর্টিস্টদের সাথে তখন আমিও জানতাম না যে এই ছবিতে হিরো আলম আছে। আমি জানতে পারি ছবির কাজ যখন ৮০ ভাগ শেষ তখন। তার পরও বাকী কাজ করি কারণ আমি প্রথমেই বলেছি আমি কোন শিল্পীকেই ছোট করে দেখি না। ছবির পরিচালক মঈন বিশ্বাস আমার খুব স্নেহের ছোট ভাই, আমাকে খুব সম্মান ও শ্রদ্ধা করে। আপনারা মনে কোন কষ্ট নিবেন না, আর যদি কষ্ট পেয়েও থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। বি.দ্র.- আপনাদের সবাইকে ছবিটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমি ছবিটির সাফল্য কমনা করছি। '
এমটিনিউজ২৪ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে