বিনোদন ডেস্ক : ধর্মের নামে অসহিষ্ণুতা জাঁকিয়ে বসেছে ভারতে। সম্প্রীতির বার্তা দিয়েও শ্লেষ থেকে রেহাই পেলেন না অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। জন্মাষ্টমীতে উপলক্ষে স্কুলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে বালক কৃষ্ণের চরিত্রে অভিনয়ের সুযোগ পায় নওয়াজ-পুত্র ছোট্ট ইয়ানি সিদ্দিকি।
বাঁশি নিয়ে সাত সকালেই সেজেগুজে তৈরি ছিল সে। ছোটবেলাতেই মাথায় অভিনয়ের পোকা নড়ে ওঠে নওয়াজের। ছেলের অভিনয়ে হাতেখড়ি হতে দেখে তাই আবেগ সামলাতে পারেননি। রোববার মাঝরাতে টুইটারে কৃষ্ণরূপী ইয়ানের একটি ছবি পোস্ট করেন তিনি।
তাতে লেখেন, ‘ওর স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ। বালক কৃষ্ণের চরিত্রে ইয়ানকে অভিনয় করার সুযোগ দিয়েছেন ওরা।’ তার টুইটটি ভাইরাল হতে সময় লাগেনি। প্রায় ২২০০০ মানুষ তাতে লাইক দিয়েছেন। ছবিটি রিটুইট করেছেন প্রায় ৬০০০ জন। কিছু মানুষ অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি। সুলোচনা শর্মা নামের এক মহিলা লেখেন, ‘আপনি ভারতে নিরাপদ বোধ করছেন তো? কয়েক দিন পর আবার নিজের জাতে ফিরে যাবেন না যেন!’
বিশাল সূর্যবংশী নামের এক যুবক লেখেন, ‘মুসলিমরা সব ভয় গিয়েছে স্যর। আপনার ওপর চড়াও হল বলে। সাবধানে থাকবেন।’ কেই কেউ আবার হাজার হাজার ফতোয়া এলো বলে মন্তব্য করেছেন। তবে নওয়াজুদ্দিনকে বাহবাই দিয়েছেন বেশিরভাগ মানুষ।
টুইটার ব্যবহারকারী অজয় যাদব লেখেন, ‘অসাধারণ। ধর্মের নামে যারা বিদ্বেষ ছড়িয়ে দেয়, তাদের মুখের মতো জবাব দেওয়া গিয়েছে। শান্তি ফিরে আসুক।’ অরুণ সাথী লেখেন, ‘সব ধর্মের মধ্যে সদ্ভাব বজায় থাকুক। যা কিনা ভারতের প্রকৃত আত্মা।’ নওয়াজউদ্দিন নিজেও অবশ্য ধর্মীয় বিদ্বেষের শিকার হয়েছেন।
উত্তরপ্রদেশের বুধানা গ্রামে তার বাড়ি। গতবছর সেখানকার রামলীলা অনু্ষ্ঠানে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু মুসলিম নওয়াজকে নিয়ে আপত্তি তোলেন শিবসেনা সহ বিভিন্ন দলের হর্তাকর্তারা। বাধ্য হয়ে নাম তুলে নেন তিনি।
এমটিনিউজ/এসএস