সোমবার, ১৪ আগস্ট, ২০১৭, ০৫:১৩:৫২

চাঁদপুরে ‘নবাব’ শাকিবকে দেখতে হাজার হাজার মানুষের ভিড়, মুহূর্তে জনসমুদ্র

চাঁদপুরে ‘নবাব’ শাকিবকে দেখতে হাজার হাজার মানুষের ভিড়, মুহূর্তে জনসমুদ্র

বিনোদন ডেস্ক: দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে শাকিব খানের নতুন সিনেমা ‘আমি নেতা হবো’র ‍দৃশ্যায়ন। বর্তমানে ইউনিট রয়েছে চাঁদপুরে। সিনেমাটি পরিচালনা করছেন উত্তম আকাশ।

‘আমি নেতা হবো’তে শাকিবের বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম ও সুপ্তি শেখ। এছাড়া আছেন ওমর সানী ও মৌসুমী।

সম্প্রতি চাঁদপুরে পৌঁছে ‘আমি নেতা হবো’ ইউনিট। শাকিবের আগমনের খবর দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে চারদিকে। মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয় শুটিং স্পট। নির্মাতাকে দৃশ্যায়নে বেশ বেগ পড়তে হয়।

পরিচালক জানালেন, এরপর ‘আমি নেতা হবো’র শুটিং হবে কক্সবাজার ও সিঙ্গাপুরে।

সপ্তাহ দুয়েক আগে ওমর সানী ও মৌসুমীর গানের চিত্রায়নের মধ্য দিয়েই শুরু হয় ‘আমি নেতা হবো’র শুটিং। দুইদিন পর ইউনিটে যোগ দেন শাকিব।

সেলিম খান প্রযোজিত ‘আমি নেতা হবো’র ব্যানার শাপলা মিডিয়া। একই প্রতিষ্ঠান ও পরিচালকের বেশ কয়েকটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এর মধ্যে আরো আছে ‘মামলা হামলা ঝামেলা’, ‘চিটাগাইঙ্গা পোলা নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘কেউ কথা রাখে না’। এছাড়া কাজী হায়াতের পরিচালনায় ‘আমার স্বপ্ন আমার দেশ’ ছবিতেও অভিনয় করবেন তিনি। প্রযোজকও একই।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে