বিনোদন ডেস্ক: চাঁদপুরের গন্ডামারার হাইমচরের মাসুদ রানা নকীব। সালমান শাহর ভক্ত হিসেবে তার পরিচিতি দেশজুড়ে। প্রিয় নায়কের মৃত্যুর ২১ বছর পরও প্রতিনিয়ত কিছু না কিছু করে চলেছেন তাকে নিয়ে।
সালমান হত্যা মামলার অন্যতম আসামি রাবেয়া সুলতানা রুবির ভিডিও বার্তার পর নকীবের তৎপরতা বেড়েছে। সোমবার সকালে ফেসবুকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান বরাবর খোলা চিঠি লিখেছেন তিনি।
নকীব লেখেন, ‘বিএফডিসির অভ্যন্তরে অবস্থিত জহির রায়হান কালার ল্যাব, মুক্তিযোদ্ধা জসিম ফ্লোর, মান্না ডিজিটাল কমপ্লেক্স ইত্যাদির মতো এমনি করে প্রয়াত অভিনয়শিল্পী সালমান শাহর নামটিও চির স্মরণীয় করে রাখার উদ্যোগ শিল্পী সমিতির পক্ষ থেকে গ্রহণ করা হোক।’
সেই চিঠি হুবহু তুলে ধরা হলো—
শ্রদ্ধেয় মিশা সওদাগর ও জায়েদ খান সাহেব, আমার সালাম ও শুভেচ্ছা নিন।
আমি আশা করছি, নিজ নিজ পরিবার ও শিল্পী সমিতির সবাইকে নিয়ে মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনারা ভালো আছেন।
আমি বাংলা সিনেমাপ্রেমী সাধারণ একজন দর্শক মাত্র। সালমান শাহ মারা যাওয়ার পর থেকেই শিল্পী সমিতির দায়িত্বপ্রাপ্ত অতীতের সকল সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যারাই ছিলেন, তাদের নিকট আমি লিখিতভাবে আবেদন জানিয়েছিলাম। যাতে বিএফডিসির অভ্যন্তরে একটি স্থাপনা, ফ্লোর বা সড়কের নামকরণ প্রয়াত অভিনয়শিল্পী সালমান শাহর নামে করার উদ্যোগ শিল্পী সমিতির পক্ষ থেকে নেওয়া হয়। অথবা এই বিষয়ে শিল্পী সমিতির পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট যেন আবেদন জানানো হয়। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার এমন আবেদনে আমি আজ পর্যন্ত এই বিষয়ে শিল্পী সমিতির পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাইনি!
সালমান শাহর সাথে কাজ করেছেন এমন অনেকেই শিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন। এখনো নেতৃত্বে রয়েছেন। কিন্তু কাউকেই এই বিষয়ে কথা বলতে শুনিনি। শ্রদ্ধেয় অভিনয়শিল্পী জনাব শাকিব খান বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সালমানের নামে এফডিসিতে স্থাপনা করা হবে।’ আফসোস, তিনি দুই-দুইবার শিল্পী সমিতির সভাপতি থাকা সত্ত্বেও প্রয়াত জনপ্রিয় এই অভিনয়শিল্পীর স্মরণে এমন কিছুই করার উদ্যোগ নেয়নি!
সালমান শাহ আমাদের বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম। বড় অকালেই আমরা তাকে হারিয়েছি! আমাদের সিনেমায় স্বল্প সময়ে তার অবদান অসামান্য। অথচ গুণী এই অভিনয়শিল্পীকে স্মরণীয় করে রাখতে বিএফডিসিতে আজ পর্যন্ত তার স্মরণে কোনো স্মৃতিফলক বা এমন কিছুই করা হয়নি!
আসছে সেপ্টেম্বর মাস। এই মাসেই সালমান শাহ্’র ২১তম মৃত্যুবার্ষিকী ও ৪৬তম জন্মবার্ষিকী। সালমান শাহ মারা গেছেন আজ প্রায় ২১ বছর পূরণ হওয়ার দ্বারপ্রান্তে। কালজয়ী এই অভিনয়শিল্পীর মৃত্যুর দীর্ঘ এতগুলো বছর পার হওয়ার পরেও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্রও ভাটা পড়েনি। তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলছে। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে সিনেমা বিষয়ক গ্রুপগুলোতে প্রতিদিনই তার ছবি-ভিউকার্ড আপলোড হচ্ছে। অনেকেই তার সেই সময়ের ফ্যাশন ও স্টাইল নিয়ে এই সময়ে লিখছেন, আলোচনা করছেন! এই প্রজন্মের তরুণেরাও তার ভক্ত হচ্ছেন।
সালমান শাহর একজন ভক্ত হিসেব আমার চাওয়া, ‘বিএফডিসির অভ্যন্তরে অবস্থিত জহির রায়হান কালার ল্যাব, মুক্তিযোদ্ধা জসিম ফ্লোর, মান্না ডিজিটাল কমপ্লেক্স ইত্যাদির মতো এমনি করে প্রয়াত অভিনয়শিল্পী সালমান শাহর নামটিও চির স্মরণীয় করে রাখার উদ্যোগ শিল্পী সমিতির পক্ষ থেকে গ্রহণ করা হোক।’ আর এই বিষয়টি বাস্তবায়ন করার জন্য যা করনীয়, শিল্পী সমিতি যেন নিজ উদ্যোগেই তা অবশ্যই করে।
আমি আশা করছি, আমাদের সকলের প্রিয় অভিনয়শিল্পী সালমান শাহকে চির স্মরণীয় করে রাখতে আপনারা শিল্পী সমিতির পক্ষ থেকে এমন উদ্যোগ অচিরেই গ্রহণ করবেন।
শিল্পী সমিতির সকল সদস্যের সুস্থতা ও সুন্দর জীবন কামনা করছি।
ইতি, মাসুদ রানা নকীব
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস