সোমবার, ১৪ আগস্ট, ২০১৭, ০৫:৪১:০২

শাকিব বলতে চলচ্চিত্রাঙ্গনের শাকিবকেই বুঝিয়েছি: সালমান শাহ'র মা

শাকিব বলতে চলচ্চিত্রাঙ্গনের শাকিবকেই বুঝিয়েছি: সালমান শাহ'র মা

বিনোদন ডেস্ক: বলব সন্তান হারা এক জননীর আহ্বানের কথা। হ্যাঁ, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র জননী নীলা চৌধুরী ঘণ্টাখানেক আগে তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে আহ্বান মূলক একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লিখেছেন: ‘আসসালামু আলাইকুম। আমি সকল শিল্পী অভিনেতা- অভিনেত্রীদের সাথে বসতে চাই, কখন কীভাবে বসা যায় আমার সাথে। শাকিবকে বলছি আমার সাথে কথা বলার জন্য। তোমরাও আমার সালমান শাহ’র মতো আমার কাছে মূল্যবান। আমি বর্তমান প্রজন্মের সকলের সাথে বসতে চাই। তোমরা ব্যবস্থা করো আমার জন্য’।

নীলা চৌধুরীর সবার সঙ্গে বসে কী কী বিষয়ে কথা বলবেন, তার স্ট্যাটাসে উল্লেখিত ‘শাকিব’ মূলত কোন শাকিব?- এসব বিষয়ের উত্তর খুঁজতে যোগাযোগ করেছিল নীলা চৌধুরীর সঙ্গে। তিনি বলেন- হ্যাঁ, শাকিব বলতে চলচ্চিত্রাঙ্গনের শাকিবকেই বুঝিয়েছি। আমি ওদের সঙ্গে বসে সালমান শাহ’র হত্যাকাণ্ড নিয়ে কথা বলব’।

বসার পরবর্তী কর্মসূচি হিসেবে কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে? এ প্রশ্নের উত্তরে সালমান জননী নীলা চৌধুরী বলেন- ‘আগে তো বসি, অতঃপর ঠিক করব পরবর্তীতে কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে’।

প্রশ্ন ছিল, সকলের সঙ্গে বসে সামিরা কিংবা রুবি সুলতানা প্রসঙ্গে কোনো কথা বলবেন কি-না? উত্তরে জননী নীলা চৌধুরী ‘প্রিয়.কম’কে বলেন- না, সামিরা প্রসঙ্গে কোনো কথা হবে না। তা ছাড়াও আমি এ মুহূর্তে বেশ অসুস্থ। শুধু সালমান শাহ’র হত্যার বিচার বিষয়ে কথা হবে। অন্য কোনো বিষয়ে নয়।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে