বিনোদন ডেস্ক: ‘ভূমি’ ছবির নতুন আইটেম গান ‘ট্রিপি ট্রিপি’। এতে নেচেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। পরিচালনা করেছেন ওমাং কুমার। সম্প্রতি এ ছবিতে সানি লিওনের আইটেম গান ‘ট্রিপি ট্রিপি’র ফার্স্ট লুক প্রকাশ পায়। গানটিতে আবেদনময়ী সানিকেই আবিষ্কার করা গেছে।
তিনি নিজেও তার টুইটারে ‘ভূমি’র এ গানটির ছবি শেয়ার করেন। গানটি প্রসঙ্গে সানি বলেন, এ গানের রিহার্সাল শুরু করার পর গনেশ স্যার নাচটির জন্য কয়েকটা কঠিন স্টেপ আমাকে দিয়েছিলেন। আমি আমার সর্বোচ্চটা দিতে চেষ্টা করেছি। নতুন কিছুই এখানে দেখাবো আমি। অপেক্ষা করুন। সব কিছু ঠিক থাকলে ২২ই সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ভূমি’ সিনেমাটি।
প্রসঙ্গত, ‘ট্রিপি ট্রিপি’ আইটেম গানটির অডিশনের জন্য প্রথমে অন্য কাউকে খোঁজা হলেও পরে সানিকে রাজি করিয়েছেন পরিচালক। ‘ভূমি’ ছবিটি বাবা ও মেয়ের আবেগপ্রবণ কাহিনী নিয়ে নির্মিত। দীর্ঘ সময় কারাগারে থাকার পর সঞ্জয় দত্তের এটি প্রথম ছবি।
এদিকে পর্নো ছবিতে অভিনয় ছিল সানি লিওনের অতীত পেশা। দীর্ঘ পথ পেরিয়ে এখন বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। সিনেমায় খোলামেলা অভিনয় দিয়ে নন্দিত ও নিন্দিত হয়েছেন তিনি। এবার ‘ট্রিপি ট্রিপি’তেও নতুন কিছু করতে যাচ্ছেন সানি লিওন।
এমটিনিউজ২৪ডটকম/ আ শি/এএস