সোমবার, ১৪ আগস্ট, ২০১৭, ০৮:৫৫:১৬

মা হতে চলেছেন জনপ্রিয় এই সংগীত শিল্পী

মা হতে চলেছেন জনপ্রিয় এই সংগীত শিল্পী

বিনোদন ডেস্ক : সোমবার তার ৩৩তম জন্মদিন। আর এ দিনই প্রকাশ্যে এল সুখবর। মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী সুনিধি এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

সুনিধির এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, সুনিধি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের বাইরে তিনি এই খবর এখনও কাউকে জানাননি। এখন বেশিরভাগ সময় তিনি নাকি বাড়িতেই থাকছেন। পাপারাত্জিরা যাতে বেবি বাম্প নিয়ে তাকে ফ্রেমবন্দি না করতে পারে সে দিকে খেয়াল রাখছেন গায়িকা। আপাতত নতুন করে বাড়ি সাজানোতে মন দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সুনিধির বাবা বলেন, ''সুনিধির জীবনে এটা একটা নতুন অধ্যায়। আমরা সকলেই খুব খুশি। ও সব সময়ই খুব পরিশ্রমী ছিল। ওর কাজের মাধ্যমে আমাদের গর্বিত করেছে। ওর যাবতীয় কমিটমেন্ট শেষ করেছে। এ বার আমরা সকলে মিলে ওর এই অবস্থায় বাড়ি থেকে না বেরনোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ ওর সুস্থ থাকাটা এখন আমাদের প্রায়োরিটি।''

দু'বছর প্রেম করার পর ২০১২ সালে মিউজিক কম্পোজার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। ১৮ বছর বয়সে গায়িকা বিয়ে করেছিলেন কোরিওগ্রাফার ববিকে। তবে সে দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে