সোমবার, ১৪ আগস্ট, ২০১৭, ০৯:০৫:৫৬

বাবা হলেন বাবুল সুপ্রিয়

বাবা হলেন বাবুল সুপ্রিয়

বিনোদন ডেস্ক : মেয়ের বাবা হলেন বাবুল সুপ্রিয়। ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, গত ১২ আগস্ট সকালে তার স্ত্রী রচনা শর্মা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। দম্পতি মেয়ের নাম রেখেছেন নয়না।

গত বছর আগস্টে বিয়ে করেন বাবুল-রচনা। দিল্লিতে সেই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজনীতি ও সিনে জগতের প্রথম সারির তারকারা। পেশায় বিমানসেবিকা রচনার সঙ্গে মাঝ আকাশে বিমানের মধ্যেই আলাপ হয় বাবুলের। প্রথম দর্শনেই প্রেম। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

সুইত্‍জারল্যান্ডে হানিমুনে গিয়েছিলেন দম্পতি। সেই সময়ে ঠাট্টার ছলে বাবুল বলেছিলেন, ''একেবারে হিন্দি ছবির মতো হানিমুন হবে, বুঝলেন।'' সত্যিই হিন্দি ছবির মতো হয়ে গেল বাবুলের জীবন!

উত্তরপাড়ার গঙ্গার ধারের সংগীত পরিবারের সন্তান হয়ে যেভাবে মুম্বাইয়ের আলোয় ঝাঁপ দিয়ে পেয়েছিলেন 'কহো না পেয়ার হ্যায়'-এর সুযোগ, তেমনই যেন প্যাশনে আস্থা রেখে পেয়ে গেলেন মন্ত্রিত্বের পরিচিতি। এর মাঝে বেশ কিছু ছবিতে নায়কের চরিত্রে অভিনয়ও করেছেন।

আজ সেই জীবনে নতুন রং। দ্বিতীয় বারের জন্য বাবা হলেন বাবুল। তার প্রথম পক্ষের এক মেয়ে রয়েছে, শর্মিলি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে