সোমবার, ১৪ আগস্ট, ২০১৭, ০৯:৪৯:১১

শাকিবকে পাশে চান সালমান শাহের মা

শাকিবকে পাশে চান সালমান শাহের মা

বিনোদন ডেস্ক: অমর নায়ক সালমান শাহের মা নীলা চৌধুরী ছেলের অকালে চলে যাওয়ার ব্যথা বয়ে বেড়াচ্ছেন দীর্ঘ ২১ বছর। সম্প্রতি সালমান শাহ মৃত্যুজট টার্ন নিয়েছে অন্যদিকে। এই সময়ে নীলা চৌধুরী তার পাশে থাকার আহ্বান জানিয়েছেন ঢাকাই ছবির নায়ক শাকিব খানকে।

আজ সোমবার বিকেলে ফেসবুকে সালমানের মা নীলা চৌধুরী নিজের নাম্বার দিয়ে শাকিবের সঙ্গে কথা বলার কথা জানিয়ে লিখেছেন, ‘আমি সকল শিল্পী, অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বসতে চাই। শাকিবকে বলছি আমার সাথে কথা বলার জন্য। তোমরাও আমার কাছে সালমানের মতোই মূল্যবান। আমি বর্তমান প্রজন্মের সকলের সঙ্গে বসতে চাই, তোমরা ব্যবস্থা করে আমাকে জানাও।’

এদিকে সালমানকে নিয়ে অনন্য মামুন সিনেমা করার ঘোষণা দিলে চটে গিয়ে আরো একটি স্ট্যাটাস দেন নীলা চৌধুরী। স্ট্যাটাসে তিনি জানান, ‘আমি মাত্র দেখলাম কে যেনো ঘোষণা দিয়েছেন যে সালমানকে নিয়ে তিনি ছবি করছেন। আমি নাকি পারমিশন দিয়েছি? কখন, কিভাবে পারমিশন দিলাম? এসব বাজে প্রচারণা বন্ধ করো। এখন অনেক গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে।

এসময় জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে এসব প্রচারণা শুরু করেছে। আমি কাউকে পারমিশন দেইনি সালমান শাহকে নিয়ে ছবি করার। সালমানকে নিয়ে কোনো ফিল্ম করা হবে না। তাকে খুন করা হয়েছে কি ফিল্মের গল্প বানানোর জন্য। এসব নোংরামি বন্ধ করো।’
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে