সোমবার, ১৪ আগস্ট, ২০১৭, ০৯:৫৮:৫৭

সালমান শাহ’র চরিত্রে অভিনয়ের জন্য নায়ক খোজা হচ্ছে, যেভাবে আপনিও সুযোগ পেতে পারেন?

 সালমান শাহ’র চরিত্রে অভিনয়ের জন্য নায়ক খোজা হচ্ছে, যেভাবে আপনিও সুযোগ পেতে পারেন?

বিনোদন ডেস্ক: ‘আগেই বলেছিলাম তার জন্যই আমার ফিল্মে আসা। হিরো হতে পারি নাই। গল্প লেখক থেকে পরিচালক হয়েছি। তবে এবার তাকে নিয়েই কাজ করবো। আমার স্বপ্নের নায়ক সালমান শাহ্কে নিয়ে। ছবির নাম ‘আমাদের সালমান শাহ্’। আজ (১৩ আগস্ট) নাম নিবন্ধন করলাম পরিচালক সমিতিতে।

ছবির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাসে।’ সালমান শাহকে নিয়ে নতুন ছবি নির্মাণের বিষয়ে তরুণ নির্মাতা অনন্য মামুন গতকাল ফেসবুকে এমনই একটি স্ট্যাটাস দেন। আর এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা।

কিন্তু পরক্ষনেই আলোচনায় আসে, প্রয়াত ক্ষণজন্মা এ নায়কের চরিত্রে অভিনয় করবেন কে? এ বিষয়েও গণমাধ্যমকে জানিয়েছেন এ পরিচালক। তিনি বলেন, ‘সালমান শাহ’র চরিত্রের জন্য আমরা জনপ্রিয় কোনো তারকা কিংবা পরিচিত কাউকে নিতে চাচ্ছি না। এই চরিত্রে আমরা দর্শকদের একটি নতুন মুখ উপহার দিতে চাই।

আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এরই মধ্যে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে। শিগগিরই এই প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিল্পীদের নির্বাচন করব। এরপর তাদেরকে নিয়ে কর্মশালার আয়োজন করা হবে।’

এদিকে আজ ১৪ আগস্ট ফেসবুকে আরেক স্ট্যাটাসে লিখেছেন, ‘সবার আগে একটা কথা বলি, আমি সালমান শাহ্ হত্যার ন্যায় বিচার চাই। আমি একজন পরিচালক হিসাবে আমার প্রতিবাদের ভাষা হলো সিনেমা। আমি আমার সিনেমা দিয়েই প্রতিবাদ করবো। তাই আমি সালমান ভাইয়ের জীবনী নিয়ে ফিল্ম বানাচ্ছি না। আমি একজন সালমানের ভক্তের ভালোবাসা নিয়ে সিনেমা বানাবো।’

তিনি আরও লিখেন, ‘ছবিতে সালমান ভাইয়ের ব্যক্তিগত জীবনের কিছু থাকবে না। থাকবে শুধু একজন ভক্তের সালমান ভাইয়ের প্রতি ভালোবাসা। আর আমি কোন সাংবাদিককে বলি নাই আমি নিলা আন্টির কাছে অনুমতি নিয়েছি। আমি শুটিং করার আগে আমার সম্পূর্ণ গল্প সালমান ভাইয়ের পরিবারকে দেখাবো। তারপর অনুমতি পেলেই শুটিংয়ে যাবো।’

পরিচালক জানান, ছবির কাহিনি লিখেছেন ইয়াসির আরাফাত। আর চিত্রনাট্য লিখছেন ছটকু আহমেদ। প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে