মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ০৯:২৭:৩৬

প্রয়াত নায়ক সালমান শাহ্‌ ও নিজের ‘গর্ভপাত’ বিষয়ে যা জানালেন নায়িকা শাবনূর

প্রয়াত নায়ক সালমান শাহ্‌ ও নিজের ‘গর্ভপাত’ বিষয়ে যা জানালেন নায়িকা শাবনূর

বিনোদন ডেস্ক : মৃত্যুর ২১ বছর পরও তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু নিয়েও আছে রহস্য। আদৌ কি তিনি আত্মহত্যা করেছেন? নাকি খুন হয়েছেন? সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। তবে সালমানের পরিবার ও ভক্তরা বরাবরই দাবি করে আসছেন, তাকে খুন করা হয়েছে। হত্যাকান্ডের ৭ নম্বর আসামী রুবির কথানুযায়ী তাকে হত্যা করা হয়। তবে রুবি তার এক মন্তব্যে অটল থাকছেন না। একের পর এক ভিডিও বার্তা প্রকাশ করে পুরো বিষয়টির মোড় ঘুরিয়ে দিচ্ছেন তিনি। তবে গত ১৩ আগস্ট আমেরিকার অনলাইট টিভি টাইম টেলিভিশনে লাইভে এক চমকপ্রদ তথ্য দেন রুবি। রুবি বলেন, সালমান শাহ্‌ ও নায়িকা শাবনূরের অবৈধ সম্পর্ক ছিল যার দরুন শাবনূরের গর্ভপাত করিয়েছিলেন নায়ক।

লাইভ শো’য়ের ১ ঘণ্টা ১৭ মিনিটের ভিডিওর ৩৪ মিনিটে রুবি বলেন, ‘সামিরা আমাকে বলেছিল যে শাবনূরের সঙ্গে ইমনের (সালমান শাহ’র) এফেয়ার ছিল। শাবনূর প্রেগনেন্টও হয়েছিল। সিঙ্গাপুরে নিয়ে ইমন তার অ্যাবোর্শন করিয়েছে। এগুলো সব সামিরার কাছ থেকে শুনেছি।’

তবে এই বিষয়ে মুখ খুলেন নায়িকা শাবনূর। রুবির ইন্টারভিউ সম্পর্কে তিনি অজ্ঞাত থাকলেও এমন কথায় প্রথমে কিছুটা অবাক হয়েছেন। শাবনূর বলেন, ‘আমি আসলে তার (রুবির) ইন্টারভিউটি দেখিনি। তাই আসলে কিছু বলতে পারছি না। আমাকে দেখতে হবে। তারপর বলতে হবে। তবে এগুলো সে কেন করছে, কী কারণে করছে, সেগুলো আগে জানা দরকার। আর তদন্ত হওয়া উচিত। এগুলো সে কেনো এমন করছে। কে কী বললো এসব নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। যারা সালমান শাহর বিষয়টির তদন্ত করছেন। তারাই একদিন না একদিন তদন্ত শেষে বিষয়টির সুরহা করবেন। এর চেয়ে আর বেশি কিছু বলার নাই। সত্যি কখনও চাপা থাকে না।’

শাবনূর গর্ভবতী ছিলেন সালমানের বাচ্চার এবং তার গর্ভপাত করিয়েছেন সালমান শাহ্‌ নিজেই রুবির এমন দাবিকে নাকোচ ও বানোয়াট বলে অভিহীত করেন অভিনেত্রী।

তিনি বলেন,‘রুবি যদি এ ধরনের বানোয়াট মিথ্যা কথা বলে থাকে এটা খুবই দুখ:জনক। তিনি কেনো বানিয়ে বানিয়ে এ ধরনের মিথ্যা কথা বলছেন তা আমার বোধগম্য নয়। আমি নিজেই বুঝতেছি না। কেন তিনি আমাকে জড়িয়ে এ ধরনের কথাগুলো বলেছেন?। তবে আমি এটুকু বলতে পারি তার দাবি সত্যি নয়।’

রুবির কথামতে সামিরা ও শাবনূরের সম্পর্কের ব্যাপারে কথা বলেন শাবনূর। নায়িকা বলেন, ‘সামিরাকে (সালমান শাহর স্ত্রী) তো আমি অনেক পছন্দ করি। আমি যখন সালমান শাহর সঙ্গে শুটিং করতাম সামিরা তখন সব সময় ছবির শুটিং ইউনিটে থাকত। আর ওকে ছাড়া সালমান কখনও আমার শুটিং ইউনিটে আসেনি। আর সামিরা রুবিকে এরকম কিছু বলতে পারে বলে আমার মনে হয় না। ওকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ও ভালো একটা মেয়ে। সে যদি এরকম বাজে বাজে কথা বলে জনগণের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করতেই থাকে। আমি মানহানির মামলা করব। মানসম্মান রক্ষার জন্য মামলা করা ছাড়া আর কোন উপায় থাকবে না। তিনি মিথ্যা কথা এক জনের উপর চাপিয়ে দিচ্ছেন। বিষয়টা তো ঠিক নয়।’

‘সালমান-সামিরার দাম্পত্য কলহের জন্য দায়ী শাবনূর’ এমন কথা বেশ কয়েকবার উঠেছে। সালমান শাহের বাল্যবন্ধু মোস্তাক ও সামিরার বর্তমানে স্বামী মোস্তাক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সালমান-সামিরার মধ্যে শাবনূর তৃতীয় ব্যক্তি। তিনিও একটি রোল প্লে করেছেন। বিভিন্ন সময় তাকে নিয়ে ঝগড়া করতেন সালমান-সামিরা।’

এই বিষয়ে শাবনূরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সালমান শাহর বয়সের তুলনায় আমি তো ছোট ছিলাম। সে আমাকে পিচ্চি বলে ডাকত। যেমন-শুটিংয়ের সময় এই পিচ্চি এই দিকে আয়। মানে তুই বলে সম্বোধন করত। আবার বলত, পিচ্চি কাজটা ঠিকভাবে করিস। সালমান বলতো, দেখ-আমার কোন বোন নেই। তুই আমার বোন। আর সালমান শাহর মাও নিজে বিভিন্ন সময় এ কথা সাক্ষাৎকারে বলেছেন।’

সহ-শিল্পী ও নায়কের অকালে চলে যাওয়া বাকিদের মত শাবনূরও মানতে পারেননি। এই নিয়ে শাবনূর বলেন, ‘সে আমার একজন ভাল সহ-শিল্পী ছিল। তাকে সম্মান করি। এখনও সবাই ওকে ভালোবাসে। আর কেউই এটা আশা করেনি। যে এভাবে ও চলে যাবে। একদিন না একদিন সাধারণ মানুষ ওর মৃত্যুর সত্য ঘটনা জানবেই। সবকিছুর একটা সুরহা হোক এটাই আমিও চাই।’

নায়কের হত্যার বিচার চেয়ে শাবনূর জানান তিনিও প্রিয় নায়কের মৃত্যুরহস্যের সমাধান চান।

উল্লেখ্য, ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। তাঁর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন । টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও পরে তিনি চলচ্চিত্রে একজন জননন্দিত শিল্পী হয়ে উঠেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন এবং সবকয়টিই ছিল ব্যবসাসফল।তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন । অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয়; কিন্তু তার সিলিং ফ্যানে ফাঁসিতে হত্যাকান্ডের কোনো আইনী সুরাহা শেষ পর্যন্ত হয়নি।

সালমান শাহ ১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন, এবং তাঁর রাশি ছিল বৃশ্চিক। তাঁর পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তাঁর জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে ‘সালমান শাহ’ বলেই পরিচিত ছিলেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে