মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ১০:১২:২৯

'এতো ভালো ছেলেটা, এতো ভালো ব্যবহার এবং হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার অব বাংলাদেশ'

'এতো ভালো ছেলেটা, এতো ভালো ব্যবহার এবং হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার অব বাংলাদেশ'

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের প্রশংসা করেছেন টালিউডের শক্তিশালী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।  টালিউড ম্যাগাজিন নামে একটি অনুষ্ঠানে তিনি এ প্রশংসা করেন।
 
শাকিব সম্পর্কে সব্যসাচী চক্রবর্তী বলেন, 'শাকিব ভীষণ ভালো ছেলে।  আমি এর আগে শাকিবের কথা শুনেছি।  কিন্তু কোনোদিন ওর সঙ্গে আলাপ হয়নি।  আমরা প্রথম যখন দেখা করি ‘শিকারী’ ছবিটি মুক্তির পর।  এতো ভালো ছেলেটা, এতো ভালো ব্যবহার এবং হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার অব বাংলাদেশ।  কিন্তু আমাদের সঙ্গে তার ব্যবহার দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম।  তাই আমি ওর খুব বড় ফ্যান হয়ে গেছি। '
 
অনুষ্ঠানে সব্যসাচী চক্রবর্তীর এসব কথার রেকর্ডিং ভিডিও সোমবার বিকেল ৪টার দিকে শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন।  যা মুহূর্তেই শাকিব ভক্ত ও অনুসারীদের কাছে পৌঁছে যায়।

এদিকে, শাকিব ও শুভশ্রী অভিনীয় ‘নবাব’ ছবিও কলকাতায় তুমুল জনপ্রিয় হয়েছে।  তাই সেখানেও ঢাকার ছেলে অধিপত্য।  আর শাকিব এখন কাজ করছেন যৌথ প্রযোজনার নতুন ছবি ‘চালবাজ’-এ।  এতেও তার সঙ্গে বিপরীতে আছেন শুভশ্রী।

এছাড়া শাকিব অভিনীত বাংলাদেশি ছবি ‘আমি নেতা হব’-এর শুটিং এখন চলছে।  উত্তম আকাশ পরিচালিত এ ছবিতে তার সঙ্গে আছেন সুপ্তি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে