বিনোদন ডেস্ক : শুরুতে ছিলেন জনপ্রিয় মডেল পরে পর্দা কাঁপানো নায়িকা। আজ তিনি পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছেন।
এটি বাস্তব এক চিত্র। এটা কোনো নাটক বা চলচ্চিত্রের গল্প নয়। এটি এক গ্ল্যামার কন্যার জীবনে করুণ পরিণতির বাস্তবতা।
জানা গেছে, মিতালি শর্মা নামের এই অভিনেত্রী নায়িকা হবার স্বপ্ন নিয়ে বাবা ও মায়ের অমতেই নাম লিখিয়েছিলেন বলিউডের ছবিতে।
কিন্তু একসময়ের এই গ্ল্যামার গার্ল চ্যালেঞ্জে হেরে যান। যখন বুঝতে পারলেন তাকে দিয়ে আর অভিনয় হবে না তখন ফিরে যেতে চাইলেন। কিন্তু কোথায় ফিরবেন? তাকে আশ্রয় দিতে চাইলেন না বাবা মা।
শেষপর্যন্ত বাধ্য হয়ে পথেই জায়গা খুঁজে নিলেন। সম্প্রতি ক্ষুধার জ্বালায় চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
আর তখনই প্রকাশ হলো এই খাবার চোর একসমেয়র জনপ্রিয় নায়িকা ছিলেন! এই খবরে হৈ চৈ পড়ে গেছে বলিউডজুড়ে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস