বিনোদন ডেস্ক: গোটা দেশ জুড়েপালন করা হচ্ছে ৭১তম স্বাধীনতা দিবস। সাধারণ মানুষের পাশাপাশি বলিউড সেলিব্রিটিরাও পালন করছেন স্বাধীনতা দিবস।
অমিতাভ বচ্চন থেকে বরুণ ধাওয়ান কিম্বা কাজল, ৭১তম স্বাধীনতা দিবসে টিনসেল টাউনের সেলিব্রিটিরাও দেশবাসীকে শুভেচ্ছা জানান সোশ্যাল সাইটের মাধ্যমে।
অমিতাভ থেকে শাহরুখ কিম্বা কাজল, স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বলিউড সেলিব্রিটিদের :- অভিনেতা বরুণ ধাওয়ান লেখেন, ‘স্বাধীনতাদিবস আমরা পালন করতে পারছি, শুধুমাত্র আমাদের জওয়ানদের জন্য, যাঁরা নিজের জীবন বাজি রেখে, সীমান্ত পাহারা দিচ্ছেন।’
অমিতাভ বচ্চনের ট্যুইটে দেখা যাচ্ছে জাতীয় পতাকা। শাহরুখ খানও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কাজলও। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন অক্ষয় কুমারও।-জি নিউজ
এমটিনিউজ২৪/এম.জে