বিনোদন ডেস্ক: আর সে ছোট টি নেই। বেশ বড় হয়ে গেছে বলিউড বাদশার সেদিনের সেই ছোট্ট মেয়েটি। আর যত দিন যাচ্ছে ততই যেন গর্জাস ও আকর্ষণীয় হয়ে উঠছে শাহরুখ কন্যা সুহানা খান।
বলিউডে স্টার কিডদের মধ্যে সুহানা খান সবসময়ই আলোচনায় উঠে আসে। বাবা শাহরুখের পাশাপাশি তার জনপ্রিয়তাও কিছু কম নয়। বয়স মাত্র ১৭। তবে তাতে কি সুহানা ক্রমশ যেন বলিউড ডিভা হয়ে উঠেছন।
সম্প্রতি, সুহানা খানের ইনস্টাগ্রামের একটা ছবি দিয়েছে আর সেটি ভাইরাল হয়েছে। তাতে বেশ বোঝা যাচ্ছে কিশোরী সুহানা ধীরে ধীরে যৌবনে পা রাখছে। সুহানা খানের এই মেকওভার দেখলে আপনিও অবাক হবেন নিশ্চিত। --জি নিউজ
এমটিনিউজ২৪/এম.জে