বিনোদন ডেস্ক: বংশ পরম্পরায় তারা বড় পর্দার নায়িকা হয়েছেন। প্রথমে সুচিত্রা সেন। তারপর তার মেয়ে মুনমুন সেন। আবার মুনমুন সেনের দুই কন্যাও অভিনয় জগতের অন্যতম নাম। সেই পরিবারের মেয়ের বিয়ে হতে যাচ্ছে খুব শিগগিরই।
বিয়ে করছেন মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া সেন। এ মাসেই তার বিয়ে হচ্ছে দীর্ঘদিনের বন্ধু শিবম তিওয়ারির সঙ্গে। শিবমের সঙ্গে সম্পর্ক কোনদিন মিডিয়া থেকে লুকিয়ে রাখেননি রিয়া। বরং একসঙ্গে সময় কাটানোর ছবি মাঝে মাঝে পোস্ট করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ফাল্গুনী পাঠকের ‘চুড়ি জো খানকি হাতো মে’তেও দেখা গিয়েছিল রিয়াকে। ২০০১ সালে ‘স্টাইল’ ছবির হাত ধরে বলিউড অভিষেক করেন রিয়া। এরপর ‘কেয়ামত’, ‘ঝাঙ্কর বিটস’ এর মতো ছবিতে অভিনয় করেছেন। বেশ কয়েকটি দক্ষিণের ছবিতেও অভিনয় করেছেন। তবে এখন মন দিয়েছেন টলিউডে।
অভিনয় করেছেন লোনলি গার্ল – আ সাইকোলজিক্যাল থ্রিলার নামের একটি হিন্দি শর্টফিল্মেও। বর্তমানে একতা কাপুরের ‘রাগিনী এমএমএস’ নামের ওয়েব সিরিজের হাত ধরে ফের পর্দায় ফিরছেন রিয়া।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস