মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ০৬:৫৮:১৩

শাহরুখ-সালমানকে কটাক্ষ করলেন টুইঙ্কেল খান্না

শাহরুখ-সালমানকে কটাক্ষ করলেন টুইঙ্কেল খান্না

বিনোদন ডেস্ক : ছবির বাজেট মাত্র ১৮ কোটি টাকা। মুক্তির মাত্র তিনদিনের মাথায় আয় ছাড়িয়েছে ৫০ কোটি টাকা। যা নিয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি অক্ষয় কুমারের স্ত্রী অভিনেত্রী টুইঙ্কেল খান্না।

স্বামীর কাজের জন্য গর্বিত, বলেছিলেন তিনি। এতদূর পর্যন্ত ঠিক ছিল। কিন্তু, এবার টুইঙ্কেলের লক্ষ্য কি শাহরুখ ও সালমান খান? তার একটি টুইটবার্তায় সেই ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন কেউ কেউ।

সম্প্রতি নিজের অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেছেন টুইঙ্কেল। সেখানে লিখেছেন, বক্স অফিসের কোষ্ঠকাঠিন্য দূর করতে এই টয়লেটের দরকার ছিল। আর এই টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কারণ, এই ছবিটির আগে মুক্তি পেয়েছে সালমানের টিউবলাইট ও শাহরুখের জব হ্যারি মেট সেজল।

দুটি বেশ বড় বাজেটের ছবি। তার উপর খানদের। স্বাভাবিকভাবে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া।  কিন্তু, দুটি ছবিই কার্যত মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। হতাশ করেছে ট্রেড অ্যানালিস্ট ও সিনে বিশেষজ্ঞদের।

কেউ কেউ বলছেন, টয়লেট এক প্রেম কথা যেন সেই অবস্থা থেকেই মুক্তি দিয়েছে বক্স অফিসকে, একথা বলতে চেয়েছেন টুইঙ্কল। যা পরোক্ষে সালমান ও শাহরুখকে কটাক্ষ করাই হল।  

এদিকে বক্স অফিসে রমরমিয়ে চলছে টয়লেট এক প্রেম কথা। গতকাল পর্যন্ত ছবির উপার্জন ছিল ৬৩ কোটি ৪৫ লাখ টাকা। প্রথম সপ্তাহে উপার্জনের অঙ্ক দেখে আরও আয় বাড়বে বলে মনে করছেন বিশেজ্ঞরা।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে