বিনোদন ডেস্ক: অনন্ত জলিল বাংলাদেশে এক ইতিহাসের নাম। বর্তমান সময়ের আলোচিত বিষয় হচ্ছে তার ধর্ম প্রচার করা। এবং সেটা তিনি নিয়মিত করছেন। শুধু যে ধর্ম প্রচার তা নয়।
তিনি তার পোশাকেও এনেছেন পরিবর্তন। মাথায় পাগড়ী, গায়ে জুব্বা, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, বিভিন্ন মসজিদের হুজুরদের থেকে বয়ান শোনসহ আরও নানা কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি নারায়নগঞ্জ যাচ্ছেন তিন দিনের তাবলীগে।
এ প্রসঙ্গে তিনি তার ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, নারায়নগঞ্জের বায়তুল আহসা জামে মসজিদে তিন তিনের তাবলীগে যাচ্ছেন।
আগামী ১৮ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত তিনি নারায়নগঞ্জের ফতুল্লায় অবস্থিত উক্ত মসজিদে উপস্থিত থাকবেন। এছাড়াও তিনি বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে সবাইকে দোয়া ও বন্যার্থদের সাহায্য করতে বলেছেন। আরও বলেছেন সবাইকে শান্তির পথে থাকতে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস