বিনোদন ডেস্ক : বেশ ঢাকঢোল পিটিয়ে প্রচারণা চালালেও শাহরুখের নতুন ছবি ‘জাব হ্যারি মেট সজল’ তেমন ব্যবসা করতে পারছে না।
বরং শাহরুখের সিনেমাকে আয়ের দিক দিয়ে টপকে গেল অক্ষয় কুমারের নতুন ছবি 'টয়লেট: এক প্রেম কথা'।
ভারতীয় গণমাধ্যমগুলোর দেয়া তথ্যমতে, প্রথম তিন দিনেই অক্ষয়ের সিনেমা ৫০ কোটি রুপি আয় করেছে। আর চতুর্থ দিনে এর আয় ছিল ৬৩ কোটি রুপি।
অন্যদিকে শাহরুখের ‘জাব হ্যারি মেট সজল’ আরও এক সপ্তাহ আগে মুক্তি পেয়েও দশদিনে এটি আয় করেছে ৬২ কোটি।
অক্ষয় তার নতুন ছবিতে বহু যুগ ধরে চলে আসা সামাজিক অভ্যাস, খোলা আকাশে নিচে মলত্যাগ, পঞ্চায়েত থেকে স্যানিটেশন বিভাগ, সরকারের ভূমিকা থেকে গ্রামবাসীদের কুসংস্কার এসব কিছু নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি ছিল ভরপুর রোমান্স।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস