বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে যেন খরা চলছে! কাজ হচ্ছে, ছবি হচ্ছে, কিন্তু ব্যবসা নেই। অন্তত মহারাষ্ট্রের ফিল্ম পরিবেশকরা এমনই অভিযোগ তুলেছেন। শেষ পর্যন্ত ক্ষতির মুখে পড়ে শাহরুখকে এ বার সালমানের নকল করতে বলছেন ফিল্ম পরিবেশকরা।
ঘটনাটা খোলসা করে বলা যাক। বক্স অফিসে 'টিউবলাইট' মুখ থুবড়ে পড়ার পর কোটি কোটি টাকার লোকসান হয়েছিল ফিল্ম পরিবেশকদের। সূত্রের খবর, পরিবেশকরা সালমানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছিলেন।
আর 'ভাইজান' সেই দাবিতে রাজি হয়ে ঠিক করেছিলেন জুলাই শেষে ক্ষতিপূরণ নিজেই মিটিয়ে দেবেন। সূত্রের খবর, আশ্বাস মতো গত ১০ আগস্ট, মহারাষ্ট্রের ফিল্ম পরিবেশকের ৩২ কোটি ৫০ লক্ষ টাকা মিটিয়ে দিয়েছেন সালমান খান। মোট ক্ষতির প্রায় অর্ধেক এটা।
শাহরুখের ছবি 'জব হ্যারি মেট সেজল'ও বক্স অফিসে একেবারেই ব্যবসা করতে পারেনি। ক্ষতির পরিমাণ নাকি প্রায় ৮০ কোটি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, মহারাষ্ট্রের নরেন্দ্র হিরাওয়াত স্টুডিও(এনএইচ স্টুডিও)-র পরিবেশকরা নাকি শাহরুখের কাছে সেই লোকসানের টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন।
শাহরুখ অবশ্য এর আগেও নিজের ফ্লপ ছবিগুলির জন্য পরিবেশকদের টাকা মিটিয়েছেন। ২০১৫ সালে 'দিলওয়ালে'র জন্য নাকি প্রায় ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন বলিউড বাদশা।
এ বারও কি তবে 'জব হ্যারি মেট সেজল'-এর লোকসানের টাকা ফিরিয়ে দেবেন কিঙ্গ খান? যদিও এ নিয়ে শাহরুখের কোনও মন্তব্য এখনও শোনা যায়নি।
এমটিনিউজ/এসএস